Tuesday , March 25 2025

রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিতে আইসিজের প্রতি আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা উপত্যকার রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যা চালানোর অভিযোগে দায়ের করা মামলার অংশ হিসেবেই দেশটি এ আহ্বান জানাল।

গাজা উপত্যাকায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা মামলাটি দায়ের করে। উপত্যকাটির দক্ষিণের শহর রাফায় ইসরায়েলের হামলা ঘিরে জরুরি ব্যবস্থা চাইছে দেশটি।

বৃহস্পতিবার হেগভিত্তিক আদালতকে দক্ষিণ আফ্রিকা বলেছে, ফিলিস্তিনি জনগণ ‘চলমান নির্মূলীকরণে’র সম্মুখীন এবং ‘রাফায় আক্রমণ হলো শেষ অংশ, যেখানে গাজা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে’।

দক্ষিণ আফ্রিকার আইনজীবী টেম্বেকা এনগকুকাইটোবি বলেন, স্পষ্ট সতর্কতা সত্ত্বেও ইসরায়েল রাফায় হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল তাদের ওপর আনা ১৯৪৯ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগকে ভিত্তিহীন বলেছে। দক্ষিণ আফ্রিকা এ অভিযোগ এনেছে। ইসরায়েল শুক্রবার এর প্রতিক্রিয়া জানাবে।

আদালতের শুনানি শুরু হওয়ার কয়েক মিনিট আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেন, রাফায় অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত বাহিনী সেখানে প্রবেশ করবে।

About somoyer kagoj

Check Also

গাজায় ইসরায়েলি বিমান হামলায় স্ত্রীসহ হামাসের শীর্ষ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *