Wednesday , September 11 2024

কোপা ইতালিয়া জিতে তিন বছরের শিরোপাখরা কাটালো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক:

ছয় দশকে প্রথমবার ট্রফি জেতার সুযোগ এসেছিল আটালান্টার সামনে। কিন্তু জুভেন্টাসের সঙ্গে পেরে উঠলো না দলটি। বুধবার রাতে আটালান্টাকে ১-০ গোলে হারিয়ে কোপা ইতালিয়ার শিরোপা জিতেছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।

এ নিয়ে রেকর্ড ১৫তম বারের মতো ইতালিয়ান কাপে চ্যাম্পিয়ন হলো জুভেন্টাস। তারা রেকর্ড ২২ বার এই টুর্নামেন্টে ফাইনালও খেলেছে। ২০২০-২১ মৌসুমের পর আর কোনো ট্রফি জেতেনি জুভরা। অর্থাৎ তিন বছর পর অবশেষে শিরোপার দেখা পেলো দলটি।

ম্যাচের চতুর্থ মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলটিই শেষ পর্যন্ত জয় এনে দিয়েছে জুভেন্টাসকে। অ্যালেগ্রি প্রথম কোচ হিসেবে কোপা ইতালিয়া পাঁচবার জেতার রেকর্ড গড়েছেন।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি ছেলেদের নিয়ে খুব খুশি। তারা ক্লাব, সমর্থক এবং আমার জন্য আনন্দ বয়ে নিয়ে এসেছে। জয় কখনই সহজ নয়, তবে এটা আমাদের ডিএনএতে আছে।’

অ্যালেগ্রি নিজের বিদায়ের ইঙ্গিত দিয়ে বলেন, ‘যদি আমি আগামী মৌসুমে জুভেন্টাসের কোচ না থাকি, তবে শক্ত একটি দল রেখে যাব। ক্লাবটি তার গৌরব ধরে রাখবে।’

About somoyer kagoj

Check Also

টাইব্রেকারে জিতলো ইংল্যান্ড, পেনাল্টি কিক নিলেন জোকোভিচও!

স্পোর্টস ডেস্ক শিরোনাম দেখে প্রশ্ন জাগতে পারে টেনিসের তারকা আবার ফুটবল মাঠে গেলেন কী করে! …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *