Monday , February 17 2025

অবসরের ঘোষণা সুনীল ছেত্রির বন্ধুকে যে বার্তা দিলেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী। আগামী ৬ জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নামবেন তিনি। আজ বৃহস্পতিবার ভিডিওবার্তায় অবসরের কথা জানিয়েছেন সুনীল নিজেই। তার পরেই গোটা দেশ থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন তিনি। সেই তালিকায় রয়েছেন ক্রিকেট তারকা বিরাট কোহলিও। খবর আনন্দবাজার পত্রিকার।

কোহলি এবং সুনীল ভালো বন্ধু। অতীতে বহুবার দেখা হয়েছে তাদের। আইপিএল চলাকালীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিবিরেও হাজির হয়েছিলেন সুনীল। কোহলির সঙ্গে ফুটবল এবং ক্রিকেট দুটোই খেলেছেন সুনীল।

সুনীলের সেই ভিডিওবার্তায় মন্তব্য করেছেন কোহলি। বন্ধুর পোস্টে কোহলি লিখেছেন, ‘আমার ভাই। গর্বিত।’ পোস্টের সঙ্গে লাল হৃদয়ের একটি ‘ইমোজি’ও দিয়েছেন তিনি।

ভারতীয় দলের গোলকিপার গুরপ্রীত সিংহ সান্ধু লিখেছেন, ‘কখনও এই দিনটা দেখতে চাইনি। তোমার মন বদলানোর জন্য কিছু করতে পারলে ভালো লাগতো। তবে এটাও জানি যে, কেন অবসর নিচ্ছ। আগামী ৬ জুন গোটা দেশের উচিত তোমার অবসর উদযাপন করা। তুমি সেটারই যোগ্য। আমার অধিনায়ক।’

ভারতীয় ফুটবল সংস্থার পেজে লেখা হয়েছে, ‘মাঠ এবং মাঠের বাইরে তোমার ছাপ সবসময় মনে থাকবে। তুমি বরাবরই আমাদের অনুপ্রাণিত করেছো এবং আগামী দিনেও করবে। নেতৃত্ব, দায়বদ্ধতা এবং আবেগের জন্য অনেক ধন্যবাদ।’

লখনউ সুপার জায়ান্টস এবং মোহনবাগান সুপার জায়ান্ট দলের কর্ণধার তথা কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েন্কা লিখেছেন, ‘একটা যুগের অবসান! সুনীল ছেত্রি একজন সত্যিকারের কিংবদন্তি এবং লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা। তোমার আবেগ, দায়বদ্ধতা এবং মাঠে উপহার দেওয়া মুহূর্তগুলো ফুটবল খেলাটাকে অনেক কিছু দিয়ে গিয়েছে। স্মৃতি এবং যে ছাপ রেখে যাচ্ছ তার জন্য অনেক ধন্যবাদ।’

ভারতীয় ক্রিকেট বোর্ড লিখেছে,‘তোমার ক্যারিয়ার অসাধারণের থেকে কোনও অংশে কম নয়। ভারতীয় ফুটবল এবং ভারতের খেলাধুলার একজন বিগ্রহ হিসাবে থেকে যাবে তুমি।’

About somoyer kagoj

Check Also

এশিয়া কাপে সম্ভাবনা দেখছেন জামাল, কোচের দৃষ্টি হোম ম্যাচে

স্পোর্টস ডেস্ক:আজ দুপুরে এশিয়া কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সি গ্রুপে ভারত, হংকং ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *