Tuesday , December 3 2024

মা হওয়ার খবর জানানোর পরই অসুস্থ ফারিয়া

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন মা হতে চলেছেন। গত রোববার (১২ মে) বিশ্ব মা দিবসে ভক্তদেরকে নিজের মা হওয়ার সুখবরটি জানিয়েছেন এই অভিনেত্রী। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অভিনেত্রী জানান, শিগগিরই তিনি মা হচ্ছেন। 

নিজের মা হওয়ার খবরটি নিশ্চিত করে গণমাধ্যমকে ফারিণ বলেন, ‘মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। স্বপ্ন সত্যি হলো। আল্লাহর উপহার এটা। তিনি নিজ হাতে এই উপহার পাঠাচ্ছেন। সবার কাছে দোয়া চাই।’

যদিও ফারিয়া ঠিক করেছিলেন মা হতে যাওয়ার খবরটি নিজেদের মধ্যে রাখবেন। অভিনেত্রী মনে করেন, তার অনেক কিছুতে মানুষের বদ নজর লাগে, এতে অসুস্থ হয়ে যান।

ফারিয়ার ভাষায়, ফেসবুকে কোনো পোস্ট দেওয়ার পর মানুষের বদ নজরকে ভয় পাই। কিন্তু মা হওয়ার মতো খুশির খবর শেয়ার না করে পারলাম না। 

তবে দুঃসংবাদ হচ্ছে, মা হওয়ার খবরটি শেয়ার করার পরই অসুস্থবোধ করছেন এই অভিনেত্রী। সেটার পেছনেও সেই বদনজরেরই দায় দেখছেন তিনি। 

মঙ্গলবার এক ফেসবুক স্টোরিতে ফারিয়া লিখেছেন, ‘খবরটা শেয়ার করার পরই ভয়ংকর মাথা ব্যাথা শুরু। ওষুধেও কাজ হচ্ছে না। শরীরটা খারাপ হয়ে গেল আবারও।’

খানিকটা ক্ষোভ নিয়েই অভিনেত্রী বললেন, ‘আমি আমি কোনো কিছু জানাবো না। কানে ধরলাম। কে কি ভাবলো, জাহান্নামে যাক ওই চিন্তা। মাই লাইফ, মাই রুল।’

এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে ফারিয়া লেখেন, ‘মোবাইল অফ। কেউ ফোন দিবেন না ইন্টারভিউয়ের জন্য। আমি অসুস্থ।’ 

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ফারিয়ার। দুই বছর পর ২০২৩ সালে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এক বছর পর মা দিবসে জানালেন নতুন অতিথি আগমনের খবর।

উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সেসময়। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এ অভিনেত্রী।

About somoyer kagoj

Check Also

আমি আর হার্দিক এক পরিবারের অংশ : নাতাশা

বিনোদন ডেস্ক: হার্দিক পাণ্ডের সঙ্গে বিচ্ছেদের পরে ছেলেকে নিয়ে সার্বিয়া চলে গিয়েছিলেন নাতাশা স্তানকোভিচ। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *