Tuesday , March 25 2025

পশ্চিমবঙ্গে ঝড় ও বজ্রপাতে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন অস্থির পশ্চিমবঙ্গবাসী, তখন দেখা মিললো স্বস্তির বৃষ্টি। কিন্তু এই বৃষ্টির মাঝেও ছিল বিষাদ। কারণ বজ্রপাতসহ ঝড়-বৃষ্টির মাঝে পড়ে মৃত্যু হয়েছে ছয়জনের। তবে অন্য একটি সূত্র মারফত খবর, এই মৃত্যুর সংখ্যা সাতজন।

সোমবার বিকেল থেকেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রসহ মুষলধারে বৃষ্টি নামে। এরমধ্যে পুরুলিয়ার বজ্রপাতে এক শিক্ষার্থী ও স্থানীয় এক যুবক মারা যান।

এছাড়া উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে মৃত্যু হয় দুজনের। পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ায় বিদ্যুতের খুঁটি উপড়ে মারা যান একজন। পূর্ব বর্ধমানের কাটোয়ায় উন্নতি মাঝি নামে বছর পঞ্চাশের এক নারীর মৃত্যু হয় বজ্রপাতে। হাওড়ায় একজনের মৃত্যু খবর পাওয়া যায়।

আলিপুর আবহাওয়া দপ্তরের পরিচালক সোমনাথ দত্ত জানিয়েছেন, মঙ্গলবার কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কালবৈশাখীর ঝড়ের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০-৭০ কিলোমিটার বেগে বইবে বাতাস। মৎস্যজীবীদের সমুদ্র উপকূলে যেতে নিষেধ করা হয়েছে।

About somoyer kagoj

Check Also

গাজায় ইসরায়েলি বিমান হামলায় স্ত্রীসহ হামাসের শীর্ষ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *