Monday , January 13 2025

কলকাতায় নামতে পারল না বিমান, গুয়াহাটি ঘুরে বারাণসী গেল কেকেআর

স্পোর্টস ডেস্ক:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটারদের বহনকারী বিমান। ভারতের লখনৌ থেকে কলকাতার উদ্দেশে বিমানে চেপেছিলেন শ্রেয়াস আইয়ার বাহিনী। ঘরের মাঠ ইডেনে নিজেদের শেষ ম্যাচে আগামী শনিবার (১১ মে) মুম্বাইয়ের বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা রয়েছে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষ দলটির। তবে খারাপ আবহাওয়ায় কলকাতাতেই নামতে পারলো না আইয়ার-নারিনরা।

পশ্চিমবঙ্গে কালবৈশাখীর জেরে প্রচুর ঝড়-বৃষ্টি হচ্ছে। ভারতীয় স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লখনৌ থেকে কলকাতায় নামার কথা ছিল রাইডার্সদের। কিন্তু সেই বিমান প্রথমে উড়িয়ে নিয়ে যাওয়া হয় গুয়াহাটিতে। রাত ১০টার সময় নাইটদের চার্টার্ড বিমান কলকাতায় ফিরে আসার অনুমতি পেয়েছিল।

রাত ১১টা নাগাদ পৌঁছে যাওয়ার কথাও ছিল। কিন্তু আবহাওয়া স্বাভাবিক না হওয়ায় বিমান উড়িয়ে নিয়ে যাওয়া হয় বারাণসীতে। শেষ খবর পাওয়া পর্যন্ত বারাণসীতেই থেকে গেছেন কেকেআরের ক্রিকেটারেরা। আবহাওয়া স্বাভাবিক না হলে কলকাতা ফিরতে পারছেন না।

চার্টার্ড বিমান গুয়াহাটি পৌঁছানোর পরে কেকেআরের ইনস্টাগ্রাম থেকে একটি লাইভ করা হয়। যেখানে হর্ষিত রানা বলেন, ‘১৯ মে গুয়াহাটিতে আমাদের শেষ ম্যাচ। তাই আমরা আগেই চলে এলাম। উইকেট দেখে কলকাতায় ফিরে যাব।’ আরও যোগ করেন, ‘চন্দ্রকান্ত স্যারকে জিজ্ঞেস করি, রাজস্থানের বিরুদ্ধে ম্যাচটি এখনই খেলে নেব কি না।’ পাশের আসনেই বসে ছিলেন চন্দ্রকান্ত। যা লক্ষ্য করেননি হর্ষিত। নাইট পেসার বলেন, ‘স্যার আপনার কী মনে হয়, রাজস্থানের ম্যাচটি এখনই খেলে নিই?’ পণ্ডিত বলেন, ‘ম্যাচের বিষয়ে তো আমি বলতে পারব না। ভারতীয় বোর্ড ঠিক করবে। তবে আমার মনে হয়, গুয়াহাটি যখন এলামই, এখানে একটি প্র্যাক্টিস সেশন করে নিই?’

নাইট কোচের কথায় হেসে ওঠেন বিমানের সবাই। মিচেল স্টার্ক ও অ্যালিসা হিলি বসেছিলেন পাশাপাশি। সেখানে গিয়ে হর্ষিত বলেন, ‘ইংলিশে কথা বলতে আমার সমস্যা হয়। তবুও তোমার সঙ্গে তো ভাল করেই বলি। কী বলো?’ স্টার্কের উত্তর, ‘কথা না বলে তুমি তো বিমানটা চালাতে পারো।’ হর্ষিত বলে দেন, ‘বিমান যদি আমি চালাই, তা হলে আর কলকাতায় ফিরতে হবে না। কোথায় যে এই বিমান নামবে, কেউ জানে না।’

মণীশ পাণ্ডে সাধারণত ‘টার্বুল্যান্স’-এ ভয় পান। আবহাওয়া খারাপ থাকায় তিনি বলেন, ‘প্রচণ্ড ভয় পেয়েছিলাম। ভাগ্যিস গুয়াহাটিতে নামল বিমান। খারাপ লাগছে না এখন। কিছুক্ষণ গুয়াহাটিতে কাটানোর সময় পেলাম।’

উল্লেখ্য, ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে কলকাতা নাইট রাইডার্স। তাদের বাকি তিনটি ম্যাচ মুম্বাই, পঞ্জাব ও রাজস্থানের বিরুদ্ধে। যে কোনো একটি ম্যাচ জিতলেই ১৮ পয়েন্ট হবে তাদের। তাহলেই প্লে-অফ পাকা কেকেআরের।

About somoyer kagoj

Check Also

সিনিয়রদের অনুপস্থিতি তরুণদের মেলে ধরার সুযোগ: মিরাজ

স্পোর্টস ডেস্ক:২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *