Thursday , January 16 2025

সবকিছুর জন্য ধোনিকে ধন্যবাদ জানালেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:

বল করে বারবার পিচের মাঝখানে চলে আসছিলেন মোস্তাফিজুর রহমান। ১৯ বছরের তরুণ পেসার হয়তো বুঝে উঠতে পারেননি। এদিকে ভারতও তখন কোণঠাসা। মোস্তাফিজ যে রীতিমত বল হাতে আগুন ঝরাচ্ছিলেন।

সবমিলিয়ে পরিস্থিতি ছিল ভারতের প্রতিকূলে। এরই মধ্যে মোস্তাফিজের বারবার পিচের মাঝখানে চলে আসায় মেজাজ হারিয়ে বসেন মহেন্দ্র সিং ধোনি। কনুই দিয়ে মোস্তাফিজের বুকে বেশ জোরেই ধাক্কা দেন, তাল সামলাতে না পেরে পড়িমড়ি করে ছিটকে পড়েন তিনি।

ধোনির মতো একজন কিংবদন্তি ক্রিকেটার তরুণ এক পেসারের সঙ্গে এমন আচরণ করবেন, সেটি তখন মেনে নিতে পারেননি অনেকেই। ২০১৫ সালে মোস্তাফিজের অভিষেক সিরিজে ওই ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে বেশ।

সেই মোস্তাফিজকেই এবার ছোট ভাইয়ের মতো আগলে রাখলেন ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলতে গিয়ে ধোনির সবটুকু স্নেহই নিজের করে নিলেন কাটার মাস্টার। এমনই সুখস্মৃতি সঙ্গে করে নিয়ে এলেন, দেশে ফিরেও ‘মাহি ভাইয়ের’ কথা মনে পড়ছে এবারের আসরে ৯ ম্যাচে ১৪ উইকেট নেওয়া ফিজের।

আজ (শুক্রবার) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মোস্তাফিজ লিখেছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারা ছিল বিশেষ অনুভূতি। প্রতিবার আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান টিপসের মর্ম বুঝি, আমি এসব জিনিস মনে রাখব। আবারও খুব দ্রুতই আপনার সঙ্গে দেখা হবে এবং খেলতে পারব, সেজন্য মুখিয়ে আছি।’

About somoyer kagoj

Check Also

সিনিয়রদের অনুপস্থিতি তরুণদের মেলে ধরার সুযোগ: মিরাজ

স্পোর্টস ডেস্ক:২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *