Thursday , November 7 2024

পেরুতে ৬৫০ ফুট গভীর খাদে বাস, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক:

লাতিন আমেরিকার দেশ পেরুতে সড়ক থেকে প্রায় ৬৫০ ফুট নিচের একটি নদীতে পড়ে গেছে একটি বাস। আর এতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় গত রোববার গভীর রাতে পেরুর উত্তরাঞ্চলে আন্দেজ পর্বতমালায় অবস্থিত কাজামার্কার দুর্গম পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের

স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে বলেছেন, রোববার গভীর রাতে আন্দেজ পর্বতমালার কাজামার্কা অঞ্চলে গর্তযুক্ত রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়।

কাজামার্কার সেলেনডিন পৌরসভার কর্মকর্তা জাইম হেরেরা বলেন, ‘৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর খাদে পড়ে যায়। আরোহীদের কয়েকজন পানিতে ভেসে গেছে।’

পেরুর জাতীয় উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ছাড়া এ দুর্ঘটনা ও প্রাণহানির পর সেলেনডিন পৌরসভা ৪৮ ঘণ্টার শোক ঘোষণা করেছে।

About somoyer kagoj

Check Also

ডেপুটি হাইকমিশনার খাস্তগীরকে প্রত্যাহারের দাবী ও এমআরপি পাসপোর্ট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ এলাহী মালয়েশিয়া: মালয়েশিয়ায় ডেপুটি হাইকমিশনার খাস্তগীরকে প্রত্যাহারের দাবী ও বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন ও পাসপোর্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *