Monday , January 13 2025

প্রযোজক আমাকে রুমে আটকে রাখতেন, বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

বিনোদন ডেস্ক:

ভারতের ছোট পর্দার অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায় ‘ইয়ে হ্যায় মহাব্বতে’ ধারাবাহিকে অভিনয় করে লাইমলাইটে এসেছিলেন। পরে কাজ করেন ‘শুভ সগুন’ নামের আরেকটি ধারাবাহিকে। আর তারপর থেকেই যেন গল্প বদলে গেছে তার। ‘আতঙ্কে দিন কাটছে’ জানিয়ে করেছেন ওই ধারাবাহিকের প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কৃষ্ণা লিখেছেন, এতদিন আমি নিজের মনের ভেতের জমে থাকা কথাগুলো বলার সাহস পাইনি। কিন্তু ঠিক করেছি আর নয়, এবার সব বলব। গত দেড় বছর ধরে আমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একা থাকলেই চরম দুশ্চিন্তায় ভুগছি। আতঙ্কিত হয়ে পড়ছি। আর এসবের সূত্রপাত শেষবার যখন আমি দঙ্গল টিভির ‘শুভ সগুন’ ধারাবাহিকে কাজ করেছিলাম। এখন বুঝতে পারছি, ওটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল।

ওই পোস্টে তিনি আরও লেখেন, প্রযোজক কুন্দন সিং তাকে নিয়মিত হয়রানি করতেন। এমনকি অসুস্থ হয়ে পড়লেও আটকে রাখতেন মেকআপ রুমে। এ ছাড়া যখন সে জামা বদলাতো, তখন দরজা এমনভাবে ধাক্কা দিত মনে হতো যে ভেঙে ফেলবে। এরপর অসুস্থ হয়ে পড়লে সিদ্ধান্ত নেন কাজ বন্ধ করে দেওয়ার।

এই অভিনেত্রী লিখেছেন, পাঁচ মাস হয়ে গেলেও তিনি এখনও বকেয়া টাকা পাননি। অনেকবার দঙ্গল টিভি ও প্রযোজকের অফিসে গিয়েছেন। তবুও কেউ কোনো সহযোগিতা করেননি। সে কারণে তার মনে হচ্ছে, তিনি শেষ হয়ে যাচ্ছেন। ভুগছেন নিরাপত্তাহীনতায়।

About somoyer kagoj

Check Also

পুষ্পা ২: মুক্তির আগেই ক্ষুব্ধ দর্শক!

বিনোদন ডেস্ক:মুক্তির আগে মুগ্ধতার কথা ছিলো, অথচ দর্শকরা প্রকাশ করছে ক্ষুব্ধতা! ৫ ডিসেম্বর মুক্তি পেতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *