Saturday , January 18 2025

ব্রাজিলে অগ্নিকাণ্ডে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রাজিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা নিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় পোর্তো অ্যালেগ্রে শহরে একটি অকেজো হোটেল অস্থায়ীভাবে গৃহহীনদের আশ্রয়ের জন্য ব্যবহৃত হচ্ছিল। সেখানেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের কর্মীরা। রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যের দমকল বিভাগ জানিয়েছে, ওই ভবনে যথাযথ অনুমোদন ছাড়াই কার্যক্রম চলছিল।

একটি বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করে যাচ্ছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এছাড়া কিভাবে সেখানে আগুন লাগলো সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইতে বলেন, স্থানীয় সময় মধ্যরাত ২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তিনি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে দমকলের পাঁচটি ট্রাক এবং ডজনখানের দমকল কর্মী ঘটনাস্থলে ছুটে গেছেন। তিনি বলেন, আমরা এই ট্র্যাজেডির কারণ অনুসন্ধানে কাজ চালিয়ে যাব। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা প্রকাশ করছি।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, তিনতলা ভবনটিতে আগুন জ্বলছে এবং দমকলকর্মীরা আগুন নেভাতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে শহরের মেয়র সেবাস্তিয়াও মেলো সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, একাধিক আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই সংখ্যাটা কত তা তিনি নিশ্চিত করেননি। অপরদিকে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে আহতদের সংখ্যা ১১ জন বলে জানানো হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

About somoyer kagoj

Check Also

ইতালির মিলানে ধূমপানে কঠোর নিষেধাজ্ঞা, থাকছে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ ইতালিতে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *