Tuesday , March 18 2025

ন্য রানে ৭ উইকেট, অভিষেকেই অবিশ্বাস্য রেকর্ড ১৭ বছর বয়সী স্পিনারের

স্পোর্টস ডেস্ক:

বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট, প্রথম ওভারে আরও দুটি। পরে আরও চারটি শিকার ধরলেন রোমালিয়া রোমালিয়া। এতগুলি উইকেট নিতে তার খরচ হলো না একটি রানও!

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের উপলক্ষ এভাবেই রেকর্ড গড়া বোলিংয়ে রাঙান রোমালিয়া। মঙ্গোলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে বুধবার বালিতে ৩.২ ওভারে কোনো রান না দিয়ে ৭ উইকেট নেন ইন্দোনেশিয়ার ১৭ বছর বয়সী এই অফ স্পিনার।

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড এটি। আগের সেরা ছিল যৌথভাবে নেদারল্যান্ডসের পেসার ফ্রেডেরিক ওভারডিক ও আর্জেন্টিনার পেসার আলিসন স্তকসের।

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ফ্রান্সের বিপক্ষে ৩ রানে ৭ উইকেট নেন ওভারডিক। পরের বছর দক্ষিণ আমেরিকান উইমেন’স চ্যাম্পিয়নশিপে পেরুর বিপক্ষে ৩ রানে ৭ উইকেট নিয়ে ওভারডিকের পাশে বসেন স্তকস। এই তিন জন ছাড়া মেয়েদের টি-টোয়েন্টিতে ম্যাচে ৭ উইকেট নেই আর কারো।

কোনো রান না দিয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার আগের কীর্তিটি গড়েছিলেন আঞ্জালি চাঁদ। ২০১৯ এসএ গেমসে মালদ্বীপের বিপক্ষে শূন্য রানে ৬ উইকেট নিয়েছিলেন নেপালের এই অফ স্পিনার। মেয়েদের টি-টোয়েন্টিতে অভিষেকে সেরা বোলিংয়ের আগের রেকর্ডটিও সেদিন গড়েছিলেন চাঁদ।

মঙ্গোলিয়ার রান তাড়ায় রোমালিয়া বল হাতে পান একাদশ ওভারে। প্রতিপক্ষের রান তখন ২ উইকেটে ২০। প্রথম বলে উইকেট শিকারের পর ওভারের চতুর্থ ও পঞ্চম বলে আরও দুই ব্যাটারকে ফিরিয়ে দেন রোমালিয়া। নিজের দ্বিতীয় ওভারে তিনি শিকার ধরেন একটি, তৃতীয় ওভারে দুটি। কোটার শেষ ওভারের দ্বিতীয় বলে আরেকটি শিকার ধরে তিনি গুটিয়ে দেন প্রতিপক্ষকে।

২ উইকেটে ২০ থেকে মঙ্গোলিয়া অল আউট হয় ২৪ রানে! পাঁচ জনকে শূন্য রানে ফেরান রোমালিয়া। ১৫১ রানের পুঁজি গড়ে ইন্দোনেশিয়া ম্যাচ জিতে নেয় ১২৭ রানে। ব্যাটিংয়ে ১৫ বলে ১৩ রানের পর রেকর্ড গড়া বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন রোমালিয়া।

About somoyer kagoj

Check Also

গার্দিওলার সামনে এখন ৯টি ফাইনাল

স্পোর্টস ডেস্ক:আগামীবছর চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে ম্যানচেস্টার সিটি? ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *