Thursday , January 16 2025

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধবিধ্বস্ত গাজার খান ইউনিস শহরে নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরে ৫০ জনের লাশের সন্ধান পাওয়া গেছে। ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ গণকবরটির উন্মোচন করেছে।

এতে বলা হয়েছে, গাজার জরুরি সেবা বিভাগ বলেছে, আমাদের দল অবশিষ্ট শহীদদের লাশ খুঁজে পেতে সামনের দিনগুলোতেও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাবে। কেননা সেখানে (শহরটিতে) এখনো উল্লেখযোগ্য সংখ্যক শহীদের লাশ রয়েছে।

চলতি মাসের ৭ তারিখ গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ইসরাইল তাদের সেনাদের প্রত্যাহার করে নেয়। এরপর এ গণকবরের সন্ধান পাওয়া গেল। কয়েক মাস ধরে ইসরাইলের বিরামহীন গোলাবর্ষণ ও তাদের সেনাদের সঙ্গে তুমুল লড়াইয়ে শহরটির বড় অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এর আগে যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ইসরাইলি হামলায় অন্তঃসত্ত্বা নারী ও ৬ শিশুসহ ৮ ফিলিস্তিনি নিহত হন। তবে রাফাহ সিটির চিকিৎসকরা ওই নারীর অনাগত সন্তানকে বাঁচাতে সফল হয়েছেন।

ইসরাইলি বাহিনী মধ্য গাজায় দেইর আল-বালাহ অঞ্চলে গোলাবর্ষণ করে। ফিলিস্তিনভিত্তিক সংবাদমাধ্যমের মতে, ইসরাইলি হামলায় সেখানে বসবাসকারী মানুষ রোববার ভোরের দিকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেইর আল-বালাহ অঞ্চলে আল-আকসা মারটারড হাসপাতালের আশপাশে ভারি হামলা চালানো হয়।

এর আগে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইসরাইলি অভিযানে ১১ জনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের মধ্যে সাতজন বন্দুকের গুলিতে আহত হয়েছেন।

About somoyer kagoj

Check Also

ইতালির মিলানে ধূমপানে কঠোর নিষেধাজ্ঞা, থাকছে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ ইতালিতে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *