Tuesday , March 25 2025

সৃজন প্রোপার্টিজের উদ্যোগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

কুষ্টিয়া অফিস ॥

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৃজন প্রোপার্টিজের উদ্যোগে কুষ্টিয়ায় অসহায় দুস্থ্য ও হতদরিদ্র এক হাজার পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ঈদ উপহার হিসেবে অসহায় ও গরিব নারী এবং পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার সময় শহরের কোর্টপাড়ায় এই ঈদ উপহার বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার গৌরব চাকী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- কুষ্টিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু। সৃজন প্রোপার্টিজ ও খোকন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসেন খোকনের উদ্যোগ ও অর্থায়নে এইা বস্ত্র বিরতণ করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি ফেরদৌস প্রমুখ।
প্রতিবারের ন্যায় এইবারেও খোকন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ্যদের মাঝে রমযানের শুরুতেই মাসব্যাপী চলার ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

About somoyer kagoj

Check Also

প্রশাসনিক অনুমোদন পেল কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালুর প্রশাসনিক অনুমোদন দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *