নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধার্মিকপাড়ায় অগ্নি দুর্ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১ এপ্রিল (সোমবার) ধার্মিকপাড়ায় অগ্নি দুর্ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে যাওয়ার ঘটনা অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনকে। বাকি দুই সদস্যের নাম পরে জানানো হবে। ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
এদিকে ভয়াবহ আগুনে লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মালিকপক্ষ এ বিষয়ে মামলা করতে এখনো থানায় যায়নি।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম ফরমান আলী বলেন, ধার্মিকপাড়ায় অগ্নি দুর্ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে যাওয়ার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। মালিকপক্ষ মামলা করতে থানায় আসেনি।
সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস পুড়ে গেছে।