Friday , October 11 2024

টাঙ্গাইলে সূত্রধর কল্যাণ সংঘের যুগপূর্তি উদযাপিত

জিয়ারত জুয়েল:

সূত্রধর কল্যাণ সংঘ(স)এর একযুগ পুর্তি উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর মহেড়া জমিদারবাড়ি  শুক্রবার (২৯ মার্চ) সারাদিন ব্যাপী পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজনা করা হয়।

সূত্রধর কল্যাণ সংঘে সভাপতি বাবু তপন সরকার এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক তাপস সূত্রধরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা প্রফেসর (অবঃ) বিষ্ণুপদ সরকার, জ্ঞানেন্দ্র মোহন সূত্রধর, সাধন চন্দ্র সূত্রধর, পরিমল ধর, ভাস্কর শিল্পী নরেশ সূত্রধর, বাবু গৌরাঙ্গ সূত্রধর, পূর্ণমিলনী বাস্তাবায়ন কমিটির আহ্বায়ক ভাস্কর শিল্পী উত্তম কুমার রায়।

বক্তৃারা সকল সূত্রধর পরিবারকে এক সুতায় আনার তাগিদ দেন এবং গুণীজনদের সংবর্ধনা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শিব প্রসাদ সূত্রধর, যুগ্ম সম্পাদক সূত্রধর তন্ময় বিশ্বাস,  সাংগঠনিক সম্পাদক অশোক কুমার সূত্রধর, বাসুদেব সূত্রধর, শিক্ষা সম্পাদক স্বপন কুমার সূত্রধর, প্রচার সম্পাদক সহদেব সূত্রধর সায়ন, সহ-প্রচার সম্পাদক দেবাশিষ সূত্রধর, রাজপ্রসাদ সূত্রধর, সহ-শিক্ষা সম্পাদক শিপন সূত্রধর, বিপ্লব সূত্রধর, সমাজ কল্যাণ সম্পাদক কৃষিবিদ নির্মল চন্দ্র সূত্রধর, প্রকৌশলী সঞ্জয় কুমার সূত্রধর, ক্রীড়া সম্পাদক রাতুল সূত্রধর, রনি সূত্রধর, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক শান্ত সূত্রধর, কার্যকরী সদস্য ইতি সূত্রধর সহ প্রায় তিন শতাধিক সূত্রধর পরিবারে সদস্যবৃন্দ।

পূর্ণমিলনী অনুষ্ঠানটি সর্ববৃহৎ সূত্রধর মিলন মেলায় রূপ নেয়। মধ্যাহ্ন ভোজনের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আরটিভি ইয়াং স্টার সিজন-২ এর প্রথম রানার আপ কষ্ঠ শিল্পী অনিক সূত্রধর, বাংলাদেশ টেলিভিশনের তালিকা ভুক্ত রবীন্দ্র সংগীত শিল্পী অশোক কুমার সূত্রধর সহ অনেকেই, পরে লটারী বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। 

About somoyer kagoj

Check Also

সাবেক ডিআইজি বাতেনসহ ১৪ আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের রংপুর রেঞ্জের সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *