Monday , February 17 2025

নিজের ‘রান্নার হাত’ কেমন জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক:

বিশ্ব ফুটবলের প্রশ্নাতীত কিংবদন্তি লিওনেল মেসি। তার জাদুকরী ফুটবলে ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা। ৩৬ বছর পর মাতে বিশ্বকাপ জয়ের আনন্দে। আর ক্লাব ফুটবলে তার সাফল্য অগণিত। সর্বোচ্চ রেকর্ড আটবার জিতেছেন বর্ষসেরা ফুটবলারের খেতাব।

ফুটবলই এই আর্জেন্টাইনকে বানিয়েছে মহাতারকা। ফুটবলের বাইরে আর কোন খেলা নিয়ে আগ্রহ কাজ করে মেসির। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাবেক বার্সেলোনা তারকা অনেক খবরাখবর উঠে এসেছে।

সৌদি সরকারের আরবি ভাষার কন্টেন্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম শাহিদ, মেসির একটি সাক্ষাৎকার প্রচার করে। এমবিপিসি বিগ টাইম পডকাস্টে সঞ্চালক মেসির কাছে জানাতে চান, ফুটবলের বাইরে অন্য কোনো খেলা পছন্দ করেন কি না? এ প্রশ্নের জবাবে একাধিক খেলার কথা উল্লেখ করে আর্জেন্টাইন অধিনায়ক, ‘টেনিস, বাস্কেটবল ও প্যাডেল টেনিস আমার খুব ভালো লাগে।’

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন তিনি। সেখানে জনপ্রিয়তার শীর্ষে বাস্কেটবল। পরের অবস্থানে রয়েছে আমেরিকান ফুটবল (যা মূলত রাগবি)। দেশটিতে থাকার কারণে আমেরিকান ফুটবলও শিখছেন মেসি, ‘ইদানীং আমেরিকান ফুটবল সম্পর্কেও ধারণা নিচ্ছি। এখন এটায় একটু বেশি গুরুত্ব দিচ্ছি, বুঝতেও পারছি। এই খেলাটা দেখি, উপভোগও করি।’

পারিবারিক এক প্রশ্নের জবাবে নিজেকে ‘রোমান্টিক নই’ বলে উল্লেখ করেন। স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে দাম্পত্যজীবন প্রসঙ্গে প্রশ্ন করা হলে মেসি বলেন, ‘কিছু সময় আমি আমার মতো করে থাকি। নিজেকে আমার রোমান্টিক মনে হয় না। আমি কিসে কাঁদি, সেটা নির্দিষ্ট করে বলা কঠিন। কিন্তু আমি খুবই আবেগপ্রবণ। নিজেকে আমি বড় হৃদয়ের মানুষ এবং খুব আবেগপ্রবণই মনে করি।’ মাঝেমাধ্যে বাসায় রান্না করেন কিনা এমন প্রশ্নের মেসি বলেন, ‘করি, অবশ্য ভালো রান্না করতে পারি না।’

About somoyer kagoj

Check Also

এশিয়া কাপে সম্ভাবনা দেখছেন জামাল, কোচের দৃষ্টি হোম ম্যাচে

স্পোর্টস ডেস্ক:আজ দুপুরে এশিয়া কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সি গ্রুপে ভারত, হংকং ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *