আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলায় হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ আলবানিজ ফ্রান্সেস্কা। বুধবার হুমকি পাওয়ার কথা জানান এ বিশেষজ্ঞ। তবে কী ধরনের হুমকি পেয়েছেন, বা কে হুমকি দিয়েছেন সে বিষয়ে কিছুই বলেননি তিনি।
মানবাধিকার বিশেষজ্ঞ আলবানিজ ফ্রান্সেস্কা বলেন, ‘গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে- এ সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশের পর হুমকি পেয়েছি। তবে এখনও অতিরিক্ত সতর্কতার প্রয়োজন পড়েনি।’
২০২২ সাল থেকে জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব পালন করা ফ্রান্সেস্কা আলবানিজ গত মঙ্গলবার ‘এনাটমি অব জেনোসাইড’ নামে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। তাতে তিনি বলেন, হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর গাজায় ইসরায়েলি বাহিনী গণহত্যা চালিয়েছে বলে বিশ্বাস করার যৌক্তিক প্রেক্ষাপট রয়েছে।
তবে ইসরায়েলের পক্ষ থেকে ফ্রান্সেস্কার প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে বলেছে, মানবাধিকার বিশেষজ্ঞ আলবানিজ ফ্রান্সেস্কার প্রকাশিত প্রতিবেদনে ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি ও অস্তিত্বের বৈধতাকে খারিজ করার চেষ্টা করা হয়েছে।