স্পোর্টস ডেস্ক:
লিওনেল মেসি খেলেননি তো কী! লুই সুয়ারেস আছেন না। ইন্টার মায়ামি জার্সিতে দারুণ সময় কাটাচ্ছেন উরুগুয়ে ফরোয়ার্ড। সুয়ারেসের জোড়া গোলে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসিহীন ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ম্যাচে ডিসি ইউনাইটেডের মাঠে ডেভিড বেকহ্যামের দলের জয় ৩-১ গোলে।
লিওনেল মেসিকে ছাড়া নিজেদের খেলা সর্বশেষ সাত ম্যাচে জিততে পারেনি ইন্টার মায়ামি। এমন রেকর্ডের পরও মেসির বার্সেলোনার সাবেক দুই সতীর্থ সুয়ারেস এবং ইহোর্দি আলবাকে বেঞ্চে বসিয়ে একাদশ গড়েন কোচ জেরার্দো তাতা মার্তিনো। নিজ মাঠে খেলার চতুর্দশ মিনিটে জারেদ স্ট্রাউডের গোলে পিছিয়ে পড়ে মায়ামি।
ডিসি ইউনাইটেডের এই উচ্ছ্বাস অবশ্য স্থায়ী হয়নি বেশিক্ষণ। ২৪ মিনিটে লিওনার্দো ক্যাম্পানার গোলে সমতা ফেরায় মায়ামি। প্রথমার্ধ কাটে ১-১ গোলের সমতায়। ৬২ মিনিটে জেরার্দো তাতা মার্তিনো মাঠে নামান সুয়ারেসকে।
মাঠের কিছুক্ষণ পরই বল জালে জড়ান উরুগুইয়ান ফরোয়ার্ড। ৭২ মিনিটে লক্ষ্যভেদ করে মায়ামিকে এগিয়ে নেওয়ার পর ৮৫ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে বেকহ্যামের দলের জয়ও নিশ্চিত করেন সুয়ারেস। খেলার ৯০ মিনিটে লালকার্ড দেখেন ডিসি ইউনাইটেডের পেদ্রো সান্তোস।
ডিসি ইউনাইটেডকে হারিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে ইন্টার মায়ামি। ৫ ম্যাচে ৩ জয়ে তাদের পয়েন্ট ১০। এক ম্যাচ কম খেলে কলম্বাসের পয়েন্টও অবশ্য সমান দশ। তবে গোল পার্থক্যে এগিয়ে ইন্টার মায়ামি।