Tuesday , March 18 2025

ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে শেষ আটে আতলেতিকো

স্পোর্টস ডেস্ক:

প্রথম লেগে পিছিয়ে থাকা আতলেতিকো মাদ্রিদ ফিরতি লেগে হজম করে আরও এক গোল। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। আন্তোনিও গ্রিজম্যান ব্যবধান কমানোর পর দলকে সমতায় ফেরান মেমফিস ডিপেই। শেষ পর্যন্ত টাইব্রেকারে দারুণ সব সেভ দিয়ে দলকে শেষ আটে তোলেন ইয়ান অবলাক।

ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্তি সময় মিলিয়ে ২-১ ব্যবধানে জেতে আতলেতিকো মাদ্রিদ। তবে আগের লেগে ইন্টার মিলান ১-০ গোলে এগিয়ে থাকায় ২-২ সমতা থেকে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। যেখানে ৩-২ গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্প্যানিশ দলটি।

ঘরের মাঠে শুরুটা ভালো করলেও আগে গোল হজম করে বসে আতলেতিকো। ৩৩তম মিনিটে বাঁ দিক থেকে আক্রমণে নিকোলো বারেল্লার দারুণ পাস থেকে জাল খুঁজে নেন ফেদেরিকো দিমারকো। ম্যাচে সমতায় ফিরতে দুই মিনিটের বেশি সময় নেয়নি আতলেতিকো। কোকের ক্রস পেয়ে বক্স থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন গ্রিজমান।

বিরতির পর আগের মতোই আক্রমণ চালাতে থাকে আতলেতিকো। তবে সুযোগ পেলে ইন্টারও আক্রমণ করে বসে। যদিও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৮৭ মিনিট পর্যন্ত। কোকের পাস বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ডিপেই। দুই লেগ মিলিয়ে ২-২ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো গোল না হলে টাইব্রেকারের বাঁশি বাজান রেফারি।

টাইব্রেকারে দুই দলই প্রথম শটে পায় গোলের দেখা। এরপর ইন্টারের আলেক্সিস সানচেসের শট ঠেকিয়ে দেন অবলাক। আতলেতিকোর সাউল নিগেসের শট ঠেকান সমের। ডেভি ক্লাসেনের নেওয়া ইন্টারের তৃতীয় শটও ঠেকিয়ে দেন অবলাক। এরপর আতলেতিকোর দুটি ও ইন্টারের একটি শট সফল হয়। পঞ্চম শটে ইন্টারের আর্জেন্টাইন ফরোয়ার্ড মার্তিনেস উড়িয়ে মারলে জয় নিশ্চিত করে আতলেতিকো।

About somoyer kagoj

Check Also

গার্দিওলার সামনে এখন ৯টি ফাইনাল

স্পোর্টস ডেস্ক:আগামীবছর চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে ম্যানচেস্টার সিটি? ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *