Thursday , January 16 2025

কারও অধীনে আর কাজ করতে চান না সালাহউদ্দিন

স্পোর্টস ডেস্ক:

কোচিংয়ের জন্য আগ্রহীদের আহ্বান করা হয়েছিল বিসিবি থেকে। কিন্তু সেখানে দেশ সেরা কোচ মোহাম্মদ সালাহউদ্দিন কোনো আগ্রহ দেখাননি। এমন অভিযোগ তুলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। সেটা অবশ্য অস্বীকার করেননি সালাহউদ্দিন নিজেও। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা স্বীকার করে জানিয়েছেন, কারো অধীনে কাজ করার বয়স আর এখন তার নেই। প্রধান কোচ ছাড়া তিনি কোনো দায়িত্ব নিতে চান না। সাক্ষাৎকারে দেশের ক্রিকেটের জনপ্রিয় এই কোচ বলেন, ‘সত্যি বলতে, এখন আমার অন্য কারও অধীনে কাজ করার বয়স নেই এবং সহকারি কোচ হলে আমাকে ছেলেদের উন্নতির জন্য অনেক বেশি পরিশ্রম করার পাশাপাশি অনেক সময় দিতে হবে। একটা দল গোছানোর পেছনে সহকারি কোচের বড় ভূমিকা থাকে। কিন্তু এখন আমি এটা করতে পারবো না এবং অন্য কারও অধীনে কাজ করার মানসিকতা এখন আর নেই।’ হেড কোচ হাথুরুসিংহের প্রসঙ্গ টেনে সালাউদ্দিন বলেন, ‘(জাতীয় দলের কোচ চন্ডিকা) হাথুরুসিংহের ব্যাপারে আমি যা দেখেছি ও বুঝেছি যে, অন্য কোচরা তার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না এবং আমি যেমন মানসিকতার, তাতে আমাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। অন্য কেউ যদি আমার কাজে প্রভাব খাটায় তাহলে আমার জন্য কাজ করা মুশকিল হয়ে পড়বে এবং আমি এমন নই।

এ কারণেই আমি নাম দেইনি।’ সালাহউদ্দিন বলেন, ‘বিশ্বকাপের পর কোচিং স্টাফদের প্রায় অর্ধেক সদস্য চলে গেছে এবং আমি যতটুকু শুনেছি যে, তারা তার (হাথুরুর) সঙ্গে কাজ করতে চায় না। যদি তারাই কাজ না করতে চায়, তাহলে আমি কীভাবে করবো। আমি ব্যাপারগুলো জানি এবং আমি স্বাধীনভাবে কাজ করতে চাই। আর তা না হলে জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে আমি অনিচ্ছুক।’ যদি বিশ্বকাপের পরে সালাহউদ্দিনকে শুধু টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব দেওয়া হয় তবে সেটা নিবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘টি-টোয়েন্টির দল গোছানোর দায়িত্ব দিলে সেটা তখন ভেবে দেখব।’

About somoyer kagoj

Check Also

সিনিয়রদের অনুপস্থিতি তরুণদের মেলে ধরার সুযোগ: মিরাজ

স্পোর্টস ডেস্ক:২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *