Saturday , January 18 2025

বেইলি রোডে আগুনের ঘটনাস্থল পরিদর্শন জামায়াতের

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভয়াবহ আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। শুক্রবার (১ মার্চ) সকালে দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এসময় নেতারা অগ্নি দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজন ও যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুনে অসংখ্য নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এক শোকবার্তায় নেতারা বলেন, গতকাল ২৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে রাজধানী ঢাকার বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে বাংলাদেশের ইতিহাসের ভয়াবহতম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ও আহতদের স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে গেছে। ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় মানুষের জানমালের যে ক্ষয়-ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার-পরিজন ও যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে দোয়া করছি এসব স্বজনহারা পরিবার-পরিজন যেন শিগগিরই তাদের এ বিরাট শোক ও ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে পারেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে আগুন লাগার কারণ উদঘাটন করে তার প্রতিকার করা দরকার।

একইসঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজন ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান নেতারা।

About somoyer kagoj

Check Also

থার্টি ফার্স্ট নাইটে শুধু শব্দদূষণেই ৯৯৯ এ হাজারের বেশি ফোন

নিজস্ব প্রতিনিধি:নিষেধাজ্ঞা অমান্য করে বিকট শব্দে আতশবাজি-পটকা ফাটিয়ে উদযাপিত হয়েছে নতুন বছর ২০২৫। রাত ১২টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *