স্পোর্টস ডেস্ক:
কোপা দেল রে’র প্রথম লেগটা ঘরেই মাঠেই খেলেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ওই ম্যাচে ১-০ গোলে হারে রোজি ব্লাঙ্কোসরা। তবু ডিয়াগো সিমিওনের দলের ফাইনালের আশা ছিল। দ্বিতীয় লেগ প্রতিপক্ষের মাঠে হলেও ঘুরে দাঁড়ানোর সামর্থ্য তাদের আছে।
বৃহস্পতিবার রাতে অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে গিয়ে উল্টো স্বাদ পেল অ্যাথলেটিকো মাদ্রিদ। সান মামেস স্টেডিয়ামে মোরাতা-ডি পলদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় তুলে নিয়ে ফাইনালে পা রেখেছে বিলবাও।
দ্বিতীয় লেগে প্রথমার্ধেই ম্যাচ কব্জায় নেয় বিলবাও। ঘানাইয়ান স্ট্রাইকার ইনাকি উইলিয়ামস ম্যাচের ১৩ মিনিটে গোল করেন। ৪২ মিনিটে গোল করেন স্পেনের হয়ে খেলা তারই ছোট ভাই নিকো উইলিয়ামস। তারাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলেন।
দুই লেগ মিলিয়ে কাঁধে ৩-০ গোলের চাপ নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে অ্যাথলেটিকো মাদ্রিদ। কিন্তু কোপা দেল রে’ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৩ শিরোপা জয়ী বিলবাওয়ের সামনে পাত্তা পায়নি তারা। ম্যাচের ৬১ মিনিটে গুর্কা গুরুজেতা গোল করে ডিয়াগো সিমিওনের দলের ফাইনালে যাওয়ার সব আশা শেষ করে দেন।
আসরের অন্য ম্যাচে একদিন আগে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মায়োর্কা। টাইব্রেকারে জয় পেয়েছে মায়োর্কা। আগামী ৬ এপ্রিল কোপা দেল রে’র ফাইনাল মাঠে গড়াবে।