Monday , January 13 2025

যাদের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

স্পের্টস ডেস্ক:

চলতি বছর জুন-জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা কাপের নতুন আসর। লাতিন আমেরিকার মহাদেশীয় এই আসর সামনে রেখে প্রস্তুতি পরিকল্পনা করছে দলগুলো। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) শতবর্ষী এই টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি পরিকল্পনা জানায় আর্জেন্টিনা। এর একদিন পর নিজেদের প্রস্তুতির পরিকল্পনা প্রকাশ করেছে আসরের অন্যতম শক্ত প্রতিপক্ষ ব্রাজিল।

সূচি অনুযায়ী, কোপার আয়োজক যুক্তরাষ্ট্রে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা। যদিও গত ডিসেম্বরেই এই দুই প্রস্তুতি ম্যাচের একটির প্রতিপক্ষ নির্ধারণ করা ছিল। এবার ম্যাচের তারিখ ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন-সিবিএফ।

সংস্থাটি জানিয়েছে, প্রীতি ম্যাচে আগামী ৮ জুন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মেক্সিকো। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষের নাম। ইউএস সকার জানিয়েছে, চলতি বছরের ১২ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডো ম্যাচটির সম্ভাব্য ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আগে ইউরোপ সফরে যাবে ব্রাজিল। মার্চের ফিফা উইন্ডোতে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক বিরতির এই দুই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন। ২৩ মার্চ লন্ডনে সেলেসাওদের প্রতিপক্ষ ইংল্যান্ড। পরে ২৬ মার্চ মাদ্রিদে ব্রাজিল লড়বে স্পেনের বিপক্ষে।

প্রসঙ্গত আগামী ২০ জুন মার্কিন মুল্লুকে শুরু হবে কোপা আমেরিকা। ২৪ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। গ্রুপ-ডিতে তাদের সঙ্গে রয়েছে কলম্বিয়া ও প্যারাগুয়ে। চতুর্থ দল হিসেবে যোগ দেবে কোস্টারিকা-হন্ডুরাসের মধ্যে যেকোনো এক দল।

২৪ জুন কোস্টারিকা অথবা হন্ডুরাসের যেকোনো এক দলের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপার শিরোপা পুনরুদ্ধারের মিশন। পরে ২৯ জুন প্যারাগুয়ে ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩ জুলাই ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে।

সবশেষ ২০২১ সালে ব্রাজিলে বসে কোপা আমেরিকার আসর। ঐতিহাসিক মারাকানায় ফাইনালে স্বাগতিকদের হারিয়ে দীর্ঘসময় পর আন্তর্জাতিক শিরোপা জেতে আর্জেন্টিনা। ২০২২ সালে কাতার বিশ্বকাপের ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় সেলেসাওরা।

বিশ্বকাপের পর থেকে মাঠের ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ৯ ম্যাচের মাত্র ৩টিতে জিতেছে তারা। ১ ড্র’র বিপরীতে হেরেছে ৫টিতে। ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে ব্রাজিল। নতুন কোচ দরিভালের অধীনে ঘুরে দাড়ানোর মিশন সেলেসাওদের।

About somoyer kagoj

Check Also

সিনিয়রদের অনুপস্থিতি তরুণদের মেলে ধরার সুযোগ: মিরাজ

স্পোর্টস ডেস্ক:২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *