বিনোদন প্রতিনিধি:
আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় গায়ক অনুপম রায়। হবু স্ত্রী প্রস্মিতা পালও সংগীতশিল্পী। এদিকে গায়কের আগের স্ত্রী গায়িকা-সমাজকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে পরমব্রত চ্যাটার্জির বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। একপর্যায়ে পরমব্রত কথা বললেও চুপ ছিলেন অনুপম।
গত বছরের ২৭ নভেম্বর পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরমব্রত। এদিকে দ্বিতীয় স্ত্রী পিয়ার বিয়ের কয়েক মাস পর প্রস্মিতাকে বিয়ে করতে চলেছেন অনুপম। সোমবার (২৬ ফেব্রুয়ারি) অনুপমের ফের বিয়ের সিদ্ধান্তের বিষয়টি সামনে আসে।
সাবেক বিয়ের খবরে পিয়া চক্রবর্তী ভারতীয় একটি গণমাধ্যমকে জানান, ‘যেদিন ওদের বিয়ের খবর জেনেছি, সেদিনই নিজ থেকে শুভেচ্ছা জানিয়েছি অনুপমকে। বিয়ের দিন ঠিক হয়েছে, তা আগেই জানতাম।’
এ ছাড়া অনুপমের হবু পিয়ার পূর্ব পরিচিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওদের সম্পর্কের কথা আগে থেকেই জানি। আমরা সবাই সবার চেনা। অনুপম-প্রস্মিতার নতুন জীবন ভালোভাবে শুরু হোক, ওরা ভালো থাকুক, এখন শুধু এটুকুই কামনা।’
জানা গেছে, এক বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অনুপম-প্রস্মিতা। আসছে ২ মার্চ আইনি বিয়ে করবেন তারা। অনুপমের এটি তৃতীয় আর প্রস্মিতার দ্বিতীয় বিয়ে।