আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির মরদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ শনিবার এক্সে এক পোস্টে একথা জানিয়েছেন।
নাভালনির লাশ যারা ফিরে পাওয়ার দাবি করেছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কিরা। তবে লাশ হস্তান্তর হলেও কর্তৃপক্ষ পরিবারের ইচ্ছামত লাশের অন্ত্যেষ্টিক্রিয়া করা বা যে মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া হওয়া উচিত সেভাবে করতে দেবে কিনা তা জানেন না বলে কিরা জানিয়েছে।
নাভালনির মা লিউডমিলা গত সপ্তাহে প্রথম ছেলের লাশ কোথায় আছে তা নিশ্চিত হতে কারাগারের কাছের একটি শহরে ছিলেন। এরপর তিনি ছেলের লাশ ফেরত দেওয়ার দাবি জানান।
এরপর শুক্রবার তিনি বলেছিলেন, তাকে ছেলের লাশ দেখানো হয়েছে এবং রুশ কর্তৃপক্ষ গোপনে লাশ দাফনের জন্য চাপ দিচ্ছে। তাকে একটি মর্গে নেওয়া হয়েছিল। সেখানে তিনি ছেলের স্বাভাবিক মৃত্যু হয়েছে লেখা একটি মৃত্যুসনদে সই করেছেন বলেও জানান।
এরপর নাভালনির লাশ গোপনে দাফনের জন্য তাকে তিন ঘণ্টার আলটিমেটামও দেওয়া হয়। নাভালনির সহযোগীরা বলেছিলেন, বেঁধে দেওয়া শর্তে পরিবার রাজি না হলে নাভালনির মরদেহ আর্কটিক সার্কেল পেনাল কলোনিতেই সমাহিত করা হবে বলে হুমকিও দিয়েছিল কর্তৃপক্ষ।
তবে নাভালনির মা লাশ দাফন নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কোনও আলোচনায় যাননি।নাভালনির স্ত্রী ইউলিয়া লাভালনায়ার দাবি, পুতিনের নির্দেশেই তার স্বামীকে হত্যা করা হয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি নাভালনির মৃত্যুর পর কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, হেঁটে আসার পর হঠাৎই অচেতন হয়ে পড়েছিলেন পুতিনের এই সমালোচক, এরপর আর জ্ঞান ফেরেনি তার।