Thursday , January 16 2025

মেইনজকে হারিয়ে বায়ার্নের রেকর্ড ভাঙলো লেভারকুসেন

স্পোর্টস ডেস্ক:

ফর্ম দেখাচ্ছে বায়ার লেভারকুসেন। টানা ৫ জয়ে উড়তে থাকা জাবি আলোনসোর দল রয়েছে জার্মান বুন্দেসলিগার শীর্ষে। শিরোপার দৌড়ে আরো খানিকটা এগিয়ে যাওয়ার মিশনে শুক্রবার রাতে মেইনজকে হারায় লেভারকুসেন। আর ঘরের মাঠ বেঅ্যারেনায় পাওয়া ২-১ গোলের জয়ে বায়ার্ন মিউনিখের রেকর্ড ভেঙেছে লেভারকুসেন।

ঘরের মাঠে ম্যাচের ৩য় মিনিটেই এগিয়ে যায় বায়ার লেভারকুসেন। গোলটি করেন সুইস মিডফিল্ডার গ্রানিত জাকা। ম্যাচে ফিরতে সময় নেয়নি মেইনজও। সপ্তম মিনিটে জার্মান ডিফেন্ডার ডমিনিক কোহরের গোলে সমতা টানে সফরকারীরা। আর ৬৮তম মিনিটে জার্মান মিডফিল্ডার রবার্ট অ্যানড্রিখের গোলে ২-১ ব্যবধানের জয় পায় লেভারকুসেন। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে কোনো জার্মান দলের সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন লেভারকুসেনের, ৩৩টি।

২০১৯ ও ২০২০ সালে দুই মৌসুম মিলিয়ে ৩২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল হ্যান্সি ফ্লিকের বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় আগের ম্যাচে হাইডেনহাইমকে ২-১ গোলে হারিয়ে বাভারিয়ানদের রেকর্ড ছুঁয়েছিল বায়ার লেভারকুসেন। এবার রেকর্ডটির একক মালিক বনে গেলো জাবি আলোনসোর দল। চলতি মৌসুমে অপরাজিত থাকা ৩৩ ম্যাচের ২৯টিতেই জয় পেয়েছে লেভারকুসেন।
এই জয়ে শিরোপার দৌড়ে আরো কিছুটা এগিয়ে গেলো বায়ার লেভারকুসেন। ২৩ ম্যাচে ১৯ জয় ও ৪ ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে জার্মান বুন্দেসলিগা টেবিলের শীর্ষে রয়েছে দলটি। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট ৫৫। বাভারিয়ানদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে লেভারকুসেন। আর ১৫ পয়েন্ট নিয়ে ১৭তম মেইনজ।

About somoyer kagoj

Check Also

সিনিয়রদের অনুপস্থিতি তরুণদের মেলে ধরার সুযোগ: মিরাজ

স্পোর্টস ডেস্ক:২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *