Wednesday , September 11 2024

ভিনি-রদ্রিগোদের জন্য সুখবর

স্পোর্টস ডেস্ক:

কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসার পর আক্রমণভাগে বড় একটা রদবদল হওয়ার শঙ্কা ছিল। তবে সেই বদলে মন নেই রিয়ালের। তেমনটা হলে ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোদেরও দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। কারণ কিলিয়ানের সঙ্গে চুক্তি করার পরও কোনো তরুণ খেলোয়াড়কে বিক্রি করবেন না ক্লাবটির সভাপতি পেরেজ। যেমনটা জানিয়েছে খেলাধুলাবিষয়ক স্প্যানিশ ওয়েবসাইট রেলেভো।

মূলত এমবাপ্পে এলে তাঁর পজিশনের জন্য অন্য কাউকে বেচে দিতে পারে রিয়াল– এমন একটা গুঞ্জন উঠেছিল। কারণ ক্লাবে সাধারণত সেন্টার ফরোয়ার্ডে খেলেন কিলিয়ান। সে হিসেবে ভিনিসিয়ুস কিংবা রদ্রিগোর খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। বর্তমানে ওই পজিশনে ব্রাহিম দিয়াজ খেলেন। তাঁকে তখন নিয়মিত একাদশে দেখা যাবে না।

তবে দেশের হয়ে কিলিয়ানকে লেফট উইংয়ে খেলতে দেখা যায়, যেটা আবার ভিনির জন্য দুঃসংবাদ। যদিও ফর্মে থাকা ভিনি-রদ্রিগোদের হাতছাড়া করার ইচ্ছা নেই রিয়ালের। সে জন্য নিরাপদ পজিশন হিসেবে সেন্টার ফরোয়ার্ডেই দেখা যাবে কিলিয়ানকে। এদিকে এমবাপ্পেকে মাদ্রিদে উড়িয়ে আনার সব প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে রিয়াল।

About somoyer kagoj

Check Also

টাইব্রেকারে জিতলো ইংল্যান্ড, পেনাল্টি কিক নিলেন জোকোভিচও!

স্পোর্টস ডেস্ক শিরোনাম দেখে প্রশ্ন জাগতে পারে টেনিসের তারকা আবার ফুটবল মাঠে গেলেন কী করে! …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *