Monday , February 17 2025

স্পেনে ১৪ তলা ভবনে আগুন লেগে নিহত ৪, নিখোঁজ ১৯

আন্তর্জাতিক ডেস্ক:

স্পেনের ভ্যালেন্সিয়া শহরের একটি উঁচু আবাসিক ব্লকে বড় ধরনের অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছে বলে জরুরি পরিষেবাগুলো জানিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টার পর নগরীর কাম্পানা এলাকায় ১৪তলা একটি ভবনে আগুন লাগে। এরপর দ্রুত তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়লে এই ঘটনা ঘটে। এ ছাড়া এ ঘটনায় আরো ১৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

অগ্নিনির্বাপক কর্মীরাদের ভবনের বারান্দা থেকে লোকদের উদ্ধার করতে দেখা গেছে। ছয় দমকলকর্মী এবং এক শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। প্রবল বাতাসে এবং ভবনটির আচ্ছাদনের জন্য ব্যবহার করা অত্যন্ত দাহ্য উপাদানগুলোর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
২০ টিরও বেশি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনটিতে মোট ১৩৮টি ফ্ল্যাট রয়েছে এবং এতে ৪৫০জন বাসিন্দা ছিল বলে ভবনের ম্যানেজারের বরাত দিয়ে সংবাদপত্র এল পাইস জানিয়েছে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, দমকলকর্মীরা ক্রেন ব্যবহার করে বেশ কয়েকজন বাসিন্দাকে উদ্ধার করেছে। আগুনটি ১০ মিনিটের মধ্যে ছড়িয়ে বলে স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন।

এ ছাড়া দাভিদ হিগুয়েরা নামের একজন প্রকৌশলী জানান, ‘ভবনটিতে যে আচ্ছাদন ব্যবহার করা হয়েছে তার কারণেই সম্ভবত আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’ তিনি আরো বলেন, ‘বাইরের দিকে ইন্স্যুলেটর হিসেবে ফোম ব্যবহার করে ওপরে অ্যালুমিনিয়াম প্লেট বসানো হয়েছে। যা খুব দাহ্য উপাদান।’ ঘটনাস্থলের কাছে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র: বিবিসি

About somoyer kagoj

Check Also

প্রত্যেকটি প্রদেশে চলছে ধর পাকড় কঠিন সময়ের মুখোমুখি মালয়েশিয়া প্রবাসীরা

মোঃ এলাহী মালয়েশিয়া থেকে: গেলো বছরের ৩১ ডিসেম্বর সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হতে না হতেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *