Tuesday , March 18 2025

বাংলাদেশের মধ্যে “মেটলাইফ মোমিন এজেন্সি কুষ্টিয়া” প্রথম স্থান অর্জন

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের মধ্যে মেটলাইফ মোমিন এজেন্সি কুষ্টিয়া প্রথম স্থান অর্জন করেছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া এনএস রোডের পরিমল টাওয়ারে মেটলাইফ মোমিন এজেন্সি অফিস কক্ষে মেটলাইফ মোমিন এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল মোমিনের হাতে সম্মাননা স্মারক ও ট্রফি প্রদান করেন মেটলাইফ চীফ ডিস্ট্রিবিউশন অফিসার (বাংলাদেশ) জাফর সাদিক চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন, চীফ এজেন্ট সেলস অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর (বাংলাদেশ) লুৎফর রহমান, ডিরেক্টর হেড প্রডাক্ট সেলস (বাংলাদেশ) আব্দুল রাকিব রঞ্জু, পশ্চিম অঞ্চলের ডিরেক্টর সাজ্জাদুর রহমান প্রমূখ।

সারা বাংলাদেশের ২৪২ টা ব্রান্সে মধ্যে সর্বোচ্চ পিমিয়াম দাতা (A & H) হিসেবে মেটলাইফ মোমিন এজেন্সি ২০২৩ সালের মূল্যায়নে প্রথম স্থান অধিকার করে।

আন্তর্জাতিক স্বনামধন্য বিদেশি প্রতিষ্ঠান মেটলাইফ ২০১৮ সাল থেকে মোমিন এজেন্সির পথচলা শুরু হয়। এখন পর্যন্ত এই এজেন্সিতে গ্রাহকের সংখ্যা প্রাই ১৪ হাজার।

মেটলাইফ মোমিন এজেন্সি থেকে এপর্যন্ত ৬ হাজার গ্রাহকে দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণ, পঙ্গু অক্ষমতা জনিত ক্ষতিপূরণ, জটিল অসুস্থতার ক্ষতিপূরণ, মারা যাওয়া ব্যাক্তির পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া ও মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া গ্রাহকের টাকা দ্রুত সময়ের মধ্যে বিমা সুবিধা পেয়েছে।

এছাড়াও ৬ বছরের মধ্যে মোমিন এজেন্সি সফলতার স্বাক্ষর রেখে পৃথিবীর ৯ টা দেশে ১৪ বার ভ্রমণ করেছেন।

উল্লেখ্য, মেটলাইফ (আলীকো) ১৯৫২ সাল থেকে বাংলাদেশে সুনামের সাথে ইন্সুরেন্স ব্যবসা করে যাচ্ছে। পৃথিবীর ৫০ টিরও বেশি দেশে ১৫৬ বছর ধরে মেটলাইফ তাদের ব্যবসা করছে। ১৯৫২ সাল থেকে বাংলাদেশে মেটলাইফ (আলীকো) পথচলা শুরু করে। ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত মেটলাইফ বাংলাদেশের সর্ববৃহৎ জীবনবিমা প্রতিষ্ঠান।

About somoyer kagoj

Check Also

প্রশাসনিক অনুমোদন পেল কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালুর প্রশাসনিক অনুমোদন দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *