Friday , October 11 2024

ঈদের সিনেমা মুক্তি নিয়ে তোড়জোড়

বিনোদন প্রতিনিধি:

করোনা পরবর্তী সময় থেকেই দেখা যাচ্ছে সারা বছর দর্শকদের মধ্যে সিনেমা নিয়ে খুব একটা উন্মাদনা না থাকলেও বছরের দুই ঈদের অবস্থা ভিন্ন। দুই ঈদেই প্রিয় তারকার সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। আর সে কারণেই বড় বাজেটের সিনেমাগুলোও মুক্তি দেয়া হয় ঈদেই। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। এরইমধ্যে ঈদে ছবি মুক্তির তোড়জোড় শুরু হয়েছে। সুপারস্টার শাকিব খান থেকে শুরু করে হাল সময়ের শরিফুল রাজের সিনেমা এবার মুক্তি পাচ্ছে ঈদে। নায়িকার তালিকায় রয়েছেন শবনম বুবলী, মন্দিরা চক্রবর্তীসহ অনেকে। এরই মধ্যে ঈদে মুক্তি পেতে যাওয়া ৬-৭টি সিনেমা নিয়ে আলোচনা চলছে। এরমধ্যে আলোচনায় এগিয়ে রয়েছে শাকিব খানের ‘রাজকুমার’। হিমেল আশরাফ পরিচালিত ও আরশাদ আদনান প্রযোজিত এ ছবির শুটিংয়ে এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব।

দেশের অংশের কাজ এরইমধ্যে শেষ হয়েছে। হিমেল আশরাফ-আরশাদ আদনান-শাকিব খান-এ ত্রয়ীর গত ঈদের সিনেমা ‘প্রিয়তমা’ ছিল ব্লকবাস্টার। সে কারণে এবারের ছবিটি নিয়ে প্রত্যাশাও বেশি। ছবির বাজেটও আগের থেকে ঢের বেশি। এতে শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। এদিকে রাজকুমারের বাইরে জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন ২’ মুক্তি পাচ্ছে ঈদে। এর আগে গত বছর রোজার ঈদে ‘জ্বীন’ ছবিটি দর্শকপ্রিয়তা পায়। এবার জাজ বলছে, এবারের ছবিটি সম্পূর্ণ সত্য ঘটনার ওপর নির্মিত। জামালপুরে এক লোকের বাড়িতে জীনের উৎপাত। ফলে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদ্রাসাকে ভাড়া দেয়। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জ্বীনের উৎপাতে সেই বাড়িটি ছেড়ে দেয়- পত্রিকায় প্রকাশিত এমন গল্প নিয়েই তৈরি হয়েছে ‘জ্বীন ২’, যা এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবির কেন্দ্রীয় মোনা চরিত্রে অভিনয় করেছেন ১২ বছরের কিশোরী সুপ্রভাত। শরিফুল রাজ অভিনীত ৩ ছবি এবার ঈদে মুক্তির আলোচনা চলছে। এগুলো হলো- মিশুক মনিরের ‘দেশান্তর’, গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ ও মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’। এরমধ্যে প্রথমটির নায়িকা বুবলী ও দ্বিতীয়টির নায়িকা নাবগত মন্দিরা চক্রবর্তী। ৩টি ছবির গল্পই বেশ আলাদা। তবে জানা গেছে, এক নায়কের ৩টি ছবি ঈদে মুক্তি থেকে সরে আসতে পারেন ‘ওমর’ কিংবা ‘কাজলরেখার’ প্রযোজক-পরিচালক। এদিকে প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল এরইমধ্যে ভৌতিক ছবি ‘ডেডবডি’র মুক্তির ঘোষণা দিয়েছেন ঈদে। পরিচালকের দাবি, এমন আলাদা ভৌতিক গল্পের ছবি আগে হয়নি বাংলাদেশে। এ ছবিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, রোশান, ওমর সানী, মিষ্টি জাহান ও কলকাতার অন্বেষা। এ ছবিগুলোর বাইরেও আরও দু’ থেকে ৩টি ছবি যোগ হতে পারে ঈদে মুক্তির তালিকায়। সব মিলিয়ে এবারের ঈদেও বিভিন্ন ঘরানার ছবি মুক্তি পেতে যাচ্ছে, যার মাধ্যমে ঈদ জমে ওঠার প্রত্যাশায় রয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

About somoyer kagoj

Check Also

মা হারালেন আদনান সামি

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সামির মা বেগম নওরীন সামি খান আর নেই। মায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *