Thursday , March 20 2025

ওয়ারীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ৯৯৯-এ কলে ৮০ জনকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ওয়ারীর ২৯ নম্বর র‍্যাংকিন স্ট্রিটের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সংবাদ জানিয়ে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছেন। এরপর ভবনের চারতলার বাইরের দিক থেকে কাচ ভেঙে হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে ৭০-৮০ জনকে জীবিত উদ্ধার করে নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

তিনি বলেন, আগুন লাগার খবর জানিয়ে আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় ৯৯৯-এ ফোন করলে কলটি রিসিভ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জনী সরকার। কনস্টেবল জনী তাৎক্ষণিক সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানান।
সংবাদ পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে বহুতল ভবনের চারতলার বাইরের দিক থেকে কাচ ভেঙে হাইড্রলিক ল্যাডারের সাহায্যে ৭০-৮০ জনকে জীবিত উদ্ধার করে নিচে নামিয়ে আনে। ১০ তলা ভবনের ৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

About somoyer kagoj

Check Also

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *