স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট বিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকইনফো ২০২৩ সালে প্রতিটি ফরম্যাটে ছেলে এবং মেয়েদের মধ্য থেকে আলাদা আলাদা সেরা পারফর্মার বেছে নিয়েছে। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার মারুফা আক্তার। মেয়েদের ওয়ানডেতে সেরা বোলিং পারফর্মার নির্বাচিত হয়েছেন এই অলরাউন্ডার। এই বিভাগে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাডিন ডে ক্লার্ককে হারিয়ে বিজয়ী হন মারুফা।
নির্দিষ্ট পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া হয় এই পুরস্কার। যেখানে ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে খেলেছিল ভারত নারী দল। ১-১ ব্যবধানে শেষ হওয়া এই সিরিজের প্রথম ম্যাচে প্রথমবারের মতো ওয়ানডেতে ভারতের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। বৃষ্টি আইনে সফরকারীদের হারায় ৪০ রানে।
এই ম্যাচে ২৯ রানে ৪ উইকেট শিকার করেন মারুফা। যা এখনো বাংলাদেশ নারী দলের পেসারদের মধ্যে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। এমন বোলিংয়ে সেদিন ম্যাচসেরা হয়েছিলেন, আজ আরো একবার ভারতের মতো পরাশক্তি দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ে ভূমিকা রাখার স্বীকৃতি পেয়ে গেলেন মারুফা।