প্রতিদিন প্রতিবেদক:
জান্নাতুল ফেরদৌস ঐশী
সুন্দরী প্রতিযোগিতার বিশ্বমঞ্চে যাওয়া প্রথম বাংলাদেশি প্রতিযোগী জান্নাতুল ফেরদৌস ঐশী। মডেলিংয়ের পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন। ব্যস্ততা মডেলিং নিয়েও। তাঁর অভিনীত সিনেমা হচ্ছে ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’, ‘রাত জাগা ফুল’ ও ‘আদম’। আদমের পর আর কোনো সিনেমা মুক্তি পায়নি। কেন পায়নি– এ প্রশ্ন নিয়েই যোগাযোগ করা হয় ঐশীর সঙ্গে।
সমকালকে তিনি বলেন, ‘অনেক সিনেমা নিয়েই কথা হয়। কিন্তু ব্যাটে-বলে না মেলায় করা হচ্ছে না। পাশাপাশি পড়াশোনার চাপ তো রয়েছেই। তাই আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকছি।’

ঐশী অভিনীত ‘নূর’ নামে একটি সিনেমার শুটিং শেষ পর্যায়ে এসেও মুক্তি পাচ্ছে না। এতে ঐশীর নায়ক হিসেবে রয়েছেন আরিফিন শুভ। ‘মিশন এক্সট্রিম’ দুই পার্টেই ঐশীর নায়ক এই শুভই ছিলেন। সিনেমাটি শেষ পর্যায়ে এসেও মুক্তির আলো দেখছে না। রায়হান রাফী পরিচালিত এ ছবিটি ভালোবাসা দিবসে মুক্তি পাবে বলেও গুঞ্জন ছিল। কিন্তু মুক্তি পায়নি। ঠিক কবে মুক্তি পাবে– সেটি নিয়েও চলছে ধোঁয়াশা। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন ঐশী।
তিনি বলেন, ‘সিনেমাটিতে আমি কেবল একজন অভিনয়শিল্পী। ঠিকঠাক শুটিং করেছি। এর বাইরে তো আমার আর কিছুই করার নেই। আমি ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছি।’
কাজ কম হলেও নিজেকে স্রোতে ভাসাতে চান না ঐশী। জানালেন, সিনেমাতেই থাকতে চান। এর বাইরে বড়জোর ওয়েবে পছন্দসই কাজ পেলে করবেন। মানহীন কোনো কাজের সঙ্গে যুক্ত হবেন না কখনোই।