Friday , October 11 2024

সৃজন প্রোপার্টিজ টি-২০ ক্রিকেট টূর্নামেন্ট উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালি

এহসান নবী রুদ্র ॥


কুষ্টিয়ায় সৃজন প্রোপার্টিজ টি-২০ ক্রিকেট টূর্নামেন্ট ২০২৪ আজ উদ্বোধন হবে। এই উপলক্ষ্যে গতকাল শনিবার বিকেলে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সিঙ্গার মোড় হয়ে কুষ্টিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গিয়ে শেষ হয়। সৃজন প্রোপার্টিজ টি-২০ ক্রিকেট টূর্নামেন্ট ২০২৪ উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। উদ্বোধনী সভা ও ম্যাচ অনুষ্ঠিত হবে কুষ্টিয়া সরকারী বিশ্ববিদ্যালয় মাঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমার আতা, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, কুষ্টিয়া আদর্শ লাইব্রেরীর সভাপতি ও সৃজন প্রোপার্টিজের উপদেষ্টা একেএম আশরাফুল ইসলাম লিটন। সভাপতিত্ব করবেন সৃজন প্রোপার্টিজ ও খোকন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসেন খোকন। আয়োজনে রয়েছে কুষ্টিয়া কোর্টপাড়ার খোকন ফাউন্ডেশন। এই টূর্নামেন্টে ১৬ জেলার খেলোয়াররা অংশগ্রহন করবেন।


র‌্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড, অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলী মনি, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নিশান, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক এস এম কাদেরী শাকিল, ক্রিকেটার খন্দকার ইকবাল মাহমুদ, ওবায়দুল্লাহ মিঠু, মাজেদুর রহমান মহসিন, তরিকুল আলম বাবু, ইয়াসির আরাফাত, টিটু পোদ্দার, অসীম কুমার পাল, সাবেক ক্রিকেটার শহিদুল, সুমন, কুষ্টিয়া আদর্শ লাইব্রেরীর সভাপতি একেএম আশরাফুল ইসলাম লিটন, ফুটবলার ফুটু, কুটু, স্বপন প্রমূখ। সাবির্ক তত্বাবধানে ছিলেন সৃজন প্রোপার্টিজ ও খোকন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসেন খোকন

About somoyer kagoj

Check Also

কোটচাঁদপুর ২০টি পরিবার শেষ সম্বল বাচাঁনোর দাবীতে মানববন্ধ

রেজাউল করিম. কোটচাঁদপুর, (ঝিনাইদহ) : হারাতে যাচ্ছে কোটচাঁদপুরের ঘাঘা আশ্রয়নের ২০ পরিবার তাদের শেষ সম্বল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *