Wednesday , July 9 2025

চবিতে অছাত্রদের হল ত্যাগে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের বিষয়ে ব্যবস্থা নিতে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতারের সঙ্গে সাক্ষাতের সময় মন্ত্রী সংঘর্ষের জন্য দায়ীদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত অছাত্রদের হল ত্যাগ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার আহ্বান জানান মন্ত্রী।

ক্যাম্পাসে যারা এর আগেও সহিংসতায় জড়িত ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে যেন কোনো দায়ী ব্যক্তি নিষ্কৃতি না পায় এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সচেতন থাকতে হবে। শিক্ষামন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে রোববার বিশ্ববিদ্যালয় আইনশৃঙ্খলা বিষয়ক সভা আহ্বান করেছেন উপাচার্য।

About somoyer kagoj

Check Also

প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৩ শতাংশ শিক্ষকই মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *