Thursday , November 7 2024

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ-২ আসনে বিজয়ী সরকারদলীয় সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিকালে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

শপথগ্রহণ শেষে তিনি শপথ বইয়ে স্বাক্ষর করেন। স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। গত ১২ ফেব্রুয়ারি ওই আসনের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার বিপুল ভোটে বিজয়ী হন।

About somoyer kagoj

Check Also

যৌথ বাহিনীর হাতে ছাত্র হত্যার মামলার আসামী বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:ঢাকার দক্ষিনখান থানার পুলিশ আজ বৃহস্পতিবার সকালে বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি নামে্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *