Tuesday , December 3 2024

মন্ত্রীকে এসএমএস, আমার ছেলের জন্য কিছু করা যায় কিনা!

বিশেষ প্রতিনিধি:

চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় নিজেদের ছেলে মেয়েকে চান্স পাইয়ে দেওয়ার জন্য অভিভাবকেরা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে এসএসএস পাঠিয়েছেন। তাতে বলা হয়, ‘কিছু করা যায় কিনা দেখবেন প্লিজ’।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেই ক্ষোভের কথা জানান তিনি।

তিনি বলেন, এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক অভিভাবক আমাকে মোবাইল ফোনে এসএমএস করেছেন। তারা তাদের ছেলে-মেয়ে অথবা পছন্দের প্রার্থীর রোল নম্বর পাঠিয়েছেন। কেউ লিখেছেন, কিছু করা যায় কিনা দেখবেন। আবার কেউ লিখেছেন কিছু করার অনুরোধ রইলো।

এই আবদারে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী বলেন, সবক্ষেত্রে আমরা মানুষের দোষ খুঁজি। সরকারের দোষ খুঁজি, দায়িত্বপ্রাপ্তদের দোষ খুঁজি। কিন্তু আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে। অভিভাবকরা এমন অনৈতিক আবদার করেন কীভাবে

About somoyer kagoj

Check Also

স্বাস্থ্য সুরক্ষা আইনের কাজ শেষ পর্যায়ে : স্বাস্থ্য উপদেষ্টা

ঢাবি প্রতিনিধি:দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন থাকা স্বাস্থ্য সুরক্ষা আইনের কাজ শেষ পর্যায়ে এবং আগামী সপ্তাহেই তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *