নিজস্ব প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জের ধরে দুই জনকে পিটিয়ে জখম ও নগদ অর্থ ছিনতাই এর ঘটানা ঘটেছে। জানা যায়, গত ৩০ জানুয়ারি ২০২৪ তারিখে কুষ্টিয়া জেলার হাউজিং এ ব্লকের মৃত কাজী রুহুল আমিনের ছেলে কাজী রাজীব হোসেন (৩৯) ও ঝিনাইদহ জেলার শৈলকুপার পদমদী এলাকার মৃত কাজী আহম্মদের ছেলে মো: কাজী শিমুল (৫৯) কলা বিক্রয়ের ১ লক্ষ ৯৫ হাজার টাকা পকেটে রেখে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে মদনডাজ্ঞা বাজারে পৌছালে ওত পেতে থাকা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার পদমদী গ্রামের রাজন মোল্লার ছেলে লিখন মোল্লা (৩২), মৃত শমসের মোল্লার ছেলে রাজন মোল্লা (৬০) ও আশা মোল্লা (৩৫), মৃত মনজু মিয়ার ছেলে সুমন মিয়া (৩৮), সামছুল আরেফির ছেলে শিপন মিয়া (৫০), মৃত চুক্ত খন্দকারের ছেলে ইলিয়াস খন্দকার (৬০), সিরাজ বিশ্বাসের ছেলে রিপু বিশ্বাস (৩৯), মৃত মানিক বিশ্বাসের ছেলে ঠাকুর (৩০), উমিন বিশ্বাসের ছেলে জমির (৪২), ও জাহিদুল (৩২) পিতা- অজ্ঞাত ব্যাক্তিগন কাজী শিমুলের উপর আক্রমন করে শাবল, হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে পেটাতে শুরু করে সাথে থাকা কাজী রাজীব হোসেন ঠেকাতে গেলে তাকেও এলোপাতাড়ি ভাবে পেটায়, মার খেয়ে ২জন মাটিতে লুটিয়ে পরলে কাজী শিমুলের পকেটে থাকা ১,৯৫,০০০ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। ছিনতাইকারীরা চলে গেলে স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরবর্তীতে অবস্থা খারাপ বেগতিক দেখে আহতদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এই ব্যাপারে কাজী রাজিব হোসেন বাদী হয়ে শৈলকুপা অভিযোগ দায়ের করেছেন।