কুষ্টিয়া অফিস :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কর্মকর্তা জাকির হোসেনের বাড়িতে দিনে দুপুরে দরজার তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। জাকির হোসেন জানান, তার মা কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি থাকায় তার বাড়িতে কেউ ছিলোন। সেই সুযোগে বৃহস্পতিবার কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার মধুপুর তার বাড়ির তালা ভেঙ্গে নগদ ৫ হাজার টাকা, স্বর্ণের চেইন, স্বর্ণের চুড়ি নিয়ে যায়। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। এছাড়াও ঘরের আসবাবপত্র তছনছ করে রেখে যায়। এই ব্যাপারে জাকির হোসেন বাদী হয়ে ইবি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।