Friday , October 11 2024

জেলায় জেলায় বিএনপির কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক:

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সংসদ বাতিলের দাবিতে শুক্রবার জেলায় জেলায় কালো পতাকা মিছিল করেছে বিএনপি। যশোরে মিছিলে বাধা দেয় পুলিশ। তা উপেক্ষা করেই মিছিল শেষ করেন নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে মিছিল শেষে দেওয়া বক্তব্যে নেতারা বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে আবারও অবৈধভাবে ক্ষমতায় বসেছে সরকার। বিরোধী মতকে দমিয়ে রাখতে একের পর এক মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খেয়ে না খেয়ে দিন কাটছে সাধারণ মানুষের। সীমাহীন দুর্নীতিতে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। এভাবে ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার। গণআন্দোলনে সরকারের পতন হবে।

যশোর : শহরের লালদীঘিতে দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে মিছিল বের হয়। কিছু দূর যেতেই পুলিশ বাধা দেয়। তা উপেক্ষা করেই বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে সামনে এগিয়ে যায়। মিছিলটি শহরের মাইকপট্টি, চৌরাস্তা ঘুরে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে আরও ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, অভয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারাজী মতিয়ার রহমান, মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন, শার্শা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, যশোর নগর বিএনপির সাধারণ এহসানুল হক সেতু প্রমুখ।

নওগাঁ : শহরের কেডির মোড় থেকে মিছিল শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেডির মোড়ে দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায়বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

চাঁদপুর : শহরের হাজী মহসিন রোড থেকে মিছিল শুরু হয়ে হাসান আলী স্কুলের মাঠে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিমের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনূর রশীদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু প্রমুখ।

কিশোরগঞ্জ : পৌরসভা কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক রথখলা মাঠে শেষ হয়। মিছিলে নেতৃত্বে দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল। আরও ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল প্রমুখ।

মাদারীপুর : কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক জামিনুর রহমান মিঠু, মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি ফারুক ব্যাপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির উপ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

সাতক্ষীরা : মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতি, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাবেক সম্পাদক ও কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন।

নীলফামারী : জেলা বিএনপির সভাপতি আখম আলমঙ্গীর সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সম্পাদক আল মাসুদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মোর্শেদ আযম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, শ্রমিকদলের সভাপতি নুর আলম।

ঝিনাইদহ : সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু।

নাটোর : সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, মহিলা দলের সভাপতি সুফিয়া হক, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম।

নোয়াখালী : জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ও সম্পাদক আবদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

জামালপুর : সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সজীব, সদর উপজেলা বিএনপির সম্পাদক রহুল আমিন মিলন।

নেত্রকোনা : মিছিল শেষে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক।

পিরোজপুর : মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন। উপস্থিতি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক কামরুজ্জামান চাঁন, পৌর বিএনপির আহ্বায়ক শেখ শহিদুল্লাহ শহিদ, জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সম্পাদক শরিফ মনি ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সম্পাদক তানজিদ রসিদ বাপ্পি।

About somoyer kagoj

Check Also

দেশে ফিরেছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াত নেতাদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি: জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার আবু বকর মোল্লা দেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *