Wednesday , September 11 2024

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ২৬ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৬ হাজার ছাড়াল। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় ১৮৩ ফিলিস্তিনির প্রাণ গেছে। আর এ সময়ে আহত হয়েছেন ৩৭৭ জন।

৭ অক্টোবর ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলা চালায় হামাস। জবাবে ইসরায়েল হামাস শাসিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করে। এর মধ্যে সাতদিনের যুদ্ধবিরতি ছিল।

সেই ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ২৬ হাজার ৮৩ জনের প্রাণ গেছে। আর এ পর্যন্ত আহত হয়েছেন ৬৪ হাজার ৪৮৭ জন।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করে বলছে, গাজা উপত্যকাজুড়ে স্থল, জল ও আকাশ থেকে হামলা অব্যাহত রেখেছে।

About somoyer kagoj

Check Also

ইরানে হামলায় হামাস প্রধান হানিয়া নিহত

আন্তর্জাতিক ডেস্ক:ইরানের রাজধানী তেহরানে হামলায় নিহত হয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *