স্পোর্টস ডেস্ক:
মৌসুমে চার শিরোপার সম্ভাবনাই বেঁচে ছিল বার্সেলোনার। রিয়ালের কাছে সুপারকোপার ফাইনালে হেরে একটি শিরোপার সম্ভাবনা শেষ হয়ে যায় তাদের। এবার কোপা দেল রে থেকেও বিদায় নিল কাতালানরা।
বুধবার রাতে অ্যাথলেটিকো বিলবাও-এর বিপক্ষে ৪-২ গোলে হেরেছে বার্সেলোনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে শেষ দিকে দুই গোল খেয়ে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে দলটি।
ম্যাচে বার্সেলোনা প্রথম মিনিটেই গোল হজম করে। ২৬ মিনিটে বরার্ট লেভানডভস্কি ওই গোল শোধ করেন। এরপর লামিন ইয়ামিল ৩২ মিনিটে গোল করে বার্সাকে ২-১ গোলে এগিয়ে নেন। ওই গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা।
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে অ্যাথলেটিকো বিলবাও। ২-২ গোলের সমতায় ৯০ মিনিট শেষ হওয়ায় ম্যাচ যায় অতিরিক্ত সময়ে। সেখানে ১০৫ মিনিটে ইনাকি উইলিয়ামস ও ১২১ মিনিটে নিকো উইলিয়ামস গোল করে অ্যাথলেটিকো ক্লাবকে শেষ চারে তুলে নেন।
ইনাকি এবং নিকো উইলিয়ামস দুই ভাই। তারা একই ক্লাবে খেললেও তাদের জাতীয় দল ভিন্ন। ২৯ বছর বয়সী ইনাকির জন্ম স্পেনে হলেও বাবার দেশ ঘানাকে বেছে নিয়েছেন। তবে ২১ বছর বয়সী তরুণ স্ট্রাইকার নিকো উইলিয়ামস খেলেন স্পেনের হয়ে। ওই দুই ভাইয়ের কাছে হেরেছে বার্সা।