Thursday , September 12 2024

শুধু অভিনয় নিয়ে ব্যস্ত থাকবেন না অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক:

তিনটি সিনেমা দিয়ে ২০২৪ সাল পার করবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেই তিনটি সিনেমার মধ্যে একটি এরই মধ্যে চূড়ান্ত করেছেন। অন্য দুটিও শিগ্গির চূড়ান্ত হয়ে যাবে। প্রথম সিনেমাটির নাম ‘শেখ রাসেলের আর্তনাদ’।

এ সিনেমাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে নির্মিত হবে। এ সিনেমায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস। এ চরিত্রটিতে অভিনয়ের জন্য মাত্র একশ টাকা পারিশ্রমিক নিয়েছেন। শিগ্রই সিনেমাটির শুটিং শুরু হবে। তিন সিনেমায় বছর পার প্রসঙ্গে অপু বলেন, ‘এখন আমি আগের চেয়েও বেশি ব্যস্ত। আগে তো শুধু অভিনয়ই করতাম। এখন বিজনেসও শুরু করেছি। সেখানে আমাকে সময় দিতে হয়। বাচ্চাকে সময় দিতে হয়। আমার কিছু সোশ্যাল ওয়ার্কও করি। সব মিলিয়ে শুধু অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে পারব না। তাই সিদ্ধান্ত নিয়েছি চলতি বছর তিনটি সিনেমাতেই অভিনয় করব। একটিতে এরইমধ্যে সাইন করেছি। অন্য দুটিও প্রাথমিকভাবে চূড়ান্ত হয়ে আছে। ক্রমান্বয়ে শুটিং করব এগুলোর।’

এ ছাড়া বছরে নিজের প্রযোজনা সংস্থা থেকেও একটি সিনেমা বানানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

About somoyer kagoj

Check Also

প্রতিটি কাজ থেকে আনন্দ নেওয়ার চেষ্টা করি : মোশাররফ করিম

বিনোদন প্রতিনিধি: দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বছরজুড়েই ছোট পর্দায় এই অভিনেতার কদর থাকে বহুগুণ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *