স্পোর্টস ডেস্ক:
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। পাঁচ টেস্টের প্রথমটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল দশটায়।
টেস্টকে সামনে রেখে এরই মধ্যে একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। তিন স্পিনার দিয়ে দল সাজিয়েছে ইংলিশরা। অভিষেক হতে যাচ্ছে ২৪ বছর বয়সী বাঁহাতি স্পিনার টম হার্টলির। দলে আছে আরও দুই স্পিনার রেহান আহমেদ এবং জ্যাক লিচ।
ইংল্যান্ড দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনের। একাদশে বিশেষজ্ঞ পেসার কেবল একজন-মার্ক উড।
জনি বেয়ারস্টো থাকলেও উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন বেন ফোকস। গত বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার পর প্রথমবার একাদশে সুযোগ পেয়েছেন তিনি।
ইংল্যান্ড একাদশ
জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড, জ্যাক লিচ।