Wednesday , July 9 2025

জিপের সঙ্গে বাসের ধাক্কা, উপজেলা চেয়ারম্যানসহ আহত ১০

বরিশাল প্রতিনিধি:

বরিশালে বাস ও সরকারি জিপের মুখোমুখি সংঘর্ষে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসানসহ অন্তত ১০জন আহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসানের গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা জিসান-আরিয়ান পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উপজেলা চেয়ারম্যানের জিপটি দুমড়-মুচড়ে যায়।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম জানান, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়া মাত্রই আমি সেখানে উপস্থিত হই। দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ তার পরিবারের দুজন সদস্য এবং বাসে আমাদের এক শিক্ষার্থীসহ আরও সাতজন আহত হন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর মুকুল জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

About somoyer kagoj

Check Also

কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগরের লালচাঁদ বাহিনীর সন্ত্রাসী, ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী অস্র সহ গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের প্রয়াত শীর্ষ সন্ত্রাসী লালচাঁদ বাহিনীর সদস্য, লুটপাটকারী, অস্রবাজ, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *