Tuesday , December 3 2024

আজ দেখা যাবে স্বস্তিকা মুখার্জির সিনেমা

বিনোদন প্রতিবেদক:

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে কলকাতা থেকে ঢাকায় এসেছেন স্বস্তিকা মুখার্জি। আজ সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে তাঁর অভিনীত ছবি ‘বিজয়ার পরে’। দর্শকদের সঙ্গে স্বস্তিকাসহ সিনেমার অন্য কলাকুশলীরাও থাকবেন সেখানে। সিনেমাটি নির্মাণ করেছেন ভারতীয় পরিচালক অভিজিৎ শ্রীদাস।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে চারদিন আগেই ঢাকায় এসেছেন স্বস্তিকা মুখার্জি। ‘বিজয়ার পরে’ সিনেমাটি আত্মযন্ত্রণায় কাতর এক প্রবীণ দম্পতির গল্প নিয়ে নির্মিত। এতে আরও অভিনয় করেছেন—মমতা শঙ্কর, দীপঙ্কর দে, মীর আফসার আলী, মিশকা হালিম, বিদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকেই।

শুরুর দিন থেকেই দেশ-বিদেশের তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে এই চলচ্চিত্র উৎসব। নয় দিনব্যাপী এবারের উৎসবে দেখানো হবে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫০টি চলচ্চিত্র। এর মধ্যে বাইরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি। আর বাংলাদেশের চলচ্চিত্র রয়েছে ৭১টি।

About somoyer kagoj

Check Also

আমি আর হার্দিক এক পরিবারের অংশ : নাতাশা

বিনোদন ডেস্ক: হার্দিক পাণ্ডের সঙ্গে বিচ্ছেদের পরে ছেলেকে নিয়ে সার্বিয়া চলে গিয়েছিলেন নাতাশা স্তানকোভিচ। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *