স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লাউতারো মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে টানা তৃতীয়বারের মতো ইতালিয়াান সুপার কোপার শিরোপা জিতেছে ইন্টার মিলান। আসরের ফাইনালে ন্যাপোলিকে ১-০ গোলে হারিয়ে অষ্টমবারের মতো শিরোপা ঘরে তুলেছে মিলান।
ইতালিয়ান সুপার কোপায় এখন পর্যন্ত সবচেয়ে সফল দল জুভেন্টাস। তারা শিরোপা জিতেছে মোট ৯ বার।
গতকাল সোমবার সৌদি আরবের আল আওয়াল পার্কে খেলতে নেমে ৬০ মিনিটে স্ট্রাইকার জিওভানি সিমিওয়ান লালকার্ড (দুইবার হলুদকার্ড) দেখলে ১০ জনের দলে পরিণত হয় ন্যাপোলি। সেই সুযোগ ম্যাচের অতিরিক্ত সময়ে কাজে লাগান মার্টিনেজ। ৯১ মিনিটে বেঞ্জামিন পাভার্ডের লো ক্রস থেকে তীব্র ক্ষিপতায় বল শট করে ন্যাপোলির জাল কাঁপান মার্টিনেজ।
ম্যাচশেষে মার্টিনেজ বলেন, ‘আমি খু্বই গর্বিত। আমরা ইতালিয়ান কাপ থেকে ছিটকে পড়েছিলাম। যে কারণে, চেয়েছিলাম সুপার কোপা জিততে। এটি খুবই কঠিন ছিল। আমরা একদিনও বিশ্রাম করতে পারিনি। যে কারণে আমরা তেম শার্প ছিলাম না। কিন্তু আমি দলকে নিয়ে গর্ববোধ করছি।’