Friday , October 11 2024

চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে খন্দকার মোশাররফকে

নিজস্ব প্রতিবেদক:

শারীরিক অসুস্থতার জন্য রাতে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে। রোববার (২১ জানুয়ারি) রাতের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা রয়েছে।

খন্দকার মোশাররফের ছেলে খন্দকার মারুফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, রাতের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। আগের হাসপাতালেই তাকে আবার চিকিৎসা দেওয়া হবে।

গত বছরের ২৭ জুন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয় খন্দকার মোশাররফকে। সেখানে ২ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত বছরের ৫ সেপ্টেম্বর দেশে আনা হয় তাকে। কিন্তু আবার অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফের সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বিএনপি নেতা খন্দকার মোশররফকে
বিএনপি নেতা খন্দকার মোশাররফ আইসিইউতে
জানা গেছে, খন্দকার মোশাররফ ব্রেইন হ্যামারেজে আক্রান্ত। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়।

অসুস্থতার কারণে গত বছরের জুন মাস থেকে রাজনীতি থেকে দূরে আছেন বিএনপির এই নেতা।

About somoyer kagoj

Check Also

দেশে ফিরেছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াত নেতাদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি: জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার আবু বকর মোল্লা দেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *