স্টাফ রিপোর্টার ॥
গত শুক্রবার কুষ্টিয়া শহরের জনস পার্ক রেস্টুরেন্টে খোকন ফাউন্ডেশনের উদ্যোগে কুষ্টিয়া অতীত ও বর্তমান ক্রিকেট খেলোয়ারদের নিয়ে সৃজন প্রোপার্টিজ টি-২০ ক্রিকেট টূর্নামেন্টের প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সৃজন প্রোপার্টিজের মালিক ইকবাল হোসেন খোকনের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিশিষ্ট আইনজীবি এ্যাড. অনুপ কুমার নন্দী। কুষ্টিয়ার সরকারী কলেজ মাঠে টি-২০ ক্রিকেট টূর্নামেন্টের সারা বাংলাদেশ থেকে আগত টিমদের নিয়ে সৃজন প্রোপার্টিজ টি-২০ ক্রিকেট টূর্নামেন্টে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান জাকজমক করার জন্য প্রস্তুতি ও আলোচনা করা হয়। বক্তব্য রাখেন কোর্টপাড়া আদর্শ লাইব্রেরীর সভাপতি একেএম আশরাফুল ইসলাম লিটন, ক্রিকেটার আলী নিশান, সাইফুদ-দৌলা তরুণ প্রমূখ।