Wednesday , July 9 2025

এবার চাঁদে পা রাখলো জাপান

আন্তর্জাতিক ডেস্ক:

এবার চাঁদে পা রাখলো জাপান। বিশ্বের পঞ্চম দেশ হিসেবে গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) এই কৃতিত্ব অর্জন করলো দেশটি। এদিন চন্দ্রপৃষ্ঠে অবতরণ (সফট ল্যান্ডিং) করে জাপানের মহাকাশ যান ‘মুন স্নাইপার’।

তবে জাপানের চন্দ্র অভিযান মসৃণ হয়নি। চাঁদের মাটি ছুঁলেও যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে ‘মুন স্নাইপারে’। ফলে এই অভিযান কতটা সফল হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের মহাকাশযান ‘স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন’ (স্লিম) বা ‘মুন স্নাইপারে’ সৌরশক্তি পৌঁছচ্ছে না। চন্দ্রপৃষ্ঠে রুটিন কাজ করার জন্য সৌরশক্তিই ভরসা। জাপানি ল্যান্ডারটিতে সেই সৌরশক্তি ব্যবহারকারী যন্ত্রে ত্রুটি দেখা দিয়েছে।

গত ২৩ অগস্ট চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে নামিয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তার পাঁচ মাসের মধ্যে চন্দ্র অভিযানে সাফল্য পেয়েছে জাপান। তবে এহেন আনন্দের মুহূর্ত খানিকটা যেন ম্লান করেছে আংশিক ব্যর্থতার সামান্য ছাপ।

অন্যদিকে ভারতের চন্দ্রাভিযান শত ভাগ সাফল্যের সঙ্গে শেষ হয়। পরিকল্পনা মাফিক ল্যান্ডার বিক্রম চাঁদের বুকে নির্ধারিত জায়গায় অবতরণ করে। সেটি থেকে থেকে বেরিয়ে চন্দ্রপৃষ্ঠে কাজ শুরু করে দেয় রোভার প্রঞ্জান। চাঁদের অন্ধকার দিকের অনেক অজানা তথ্য ইসরোর হাতে চলে আসে।

মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে মহাকাশ রেসে এগোতে চায় জাপান। নাসার আর্টেমিস প্রোগ্রামে জাপানেরও এক মহাকাশচারীকে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

About somoyer kagoj

Check Also

ইসরায়েলি হামলায় ইরানে প্রাণ গেছে অন্তত ৬০৬ জনের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ইসরায়েলের হামলায় গত কয়েক দিনে অন্তত ৬০৬ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *